Jio-Google Launch: জিও-র নতুন চমক, এবছরই আসছে ৫জি ফোন
এই স্মার্টফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম বা ওএস। ইতিমধ্যে জিও অপারেটিং সিস্টেম উন্নত করার কাজ শুরু করেছে রিলায়েন্স।
কলকাতা: চলতি বছরই বাজারে ৫জি অ্যান্ড্রয়েড ফোন আনছে রিলায়েন্স জিও। সূত্রের খবর, ২০২১ সালের বার্ষিক সাধারণ সভায় এই ফোন উদ্বোধন হতে পারে। জানা গিয়েছে, গুগলের সঙ্গে যৌথভাবে এই ফোন তৈরি করছে সংস্থা। সম্ভবত এই বছরের মাঝামাঝি সময়ে পাওয়া যাবে ফোন।
ফোনের পাশাপাশি ল্যাপটপও লঞ্চ করতে পারে ওই সাধারণ সভায়। সংস্থা সূত্রে খবর, এই ল্যাপটপের নাম জিও বুক। সংবাদমাধ্যমকে সংস্থা জানিয়েছে, মে-জুন মাসের মঝ্যে এই কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। তবে বাজারে আসতে আসতে ২০২১-২২ আর্থিক বছরের মাঝামাঝি হয়ে যাবে। আগস্ট-সেপ্টেম্বর মাসে সাধারণ সভা হয়ে থাকে। এই ফোনে কোন অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু করেছে জিও এবং গুগল।
জানা গিয়েছে, এই স্মার্টফোনে থাকতে পারে অ্যান্ড্রয়েড গো অপারেটিং সিস্টেম বা ওএস। ইতিমধ্যে জিও অপারেটিং সিস্টেম উন্নত করার কাজ শুরু করেছে রিলায়েন্স। এই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগলের কাস্টম ভার্সন। জানা গিয়েছে, জিও অ্যাপ্লিকেশনে ভাল কাজ করছে জিও অপারেটিং সিস্টেম।
গুগলের সঙ্গে যৌথভাবে কম খরচে অ্যান্ড্রয়েড ফোন বাজারে এনেছে জিও। গুগল ৩৩ হাজার ৭৩৭ কোটি টাকা এবং জিও তাদের মোট মূলধনের ৭.৭ শতাংশ বিনিয়োগ করেছে। আগেই জানা গিয়েছিল, মোট ১০ কোটি টাকার ফোন তৈরি করছে। যা বাজারে আসবে অত্যন্ত কম মূল্যে।
গত বছর টেলিকম জায়েন্ট বড় স্ক্রিনের ফোনের দিকে বেশি নজর দিচ্ছে। গত বছর সেপ্টেম্বর মাসে এই কাজ শুরু করেছে। এপ্রিল মাসের মধ্যে যে প্রোডাক্ট আসতে পারে। চিনের ইঞ্জিনিয়ারিং সংস্থার সঙ্গে যৌথভাবে জিও বুক তৈরি করছে রিলায়েন্স। ওই সংস্থার নাম ব্লুব্যাঙ্ক। এই সংস্থা মোবাইল, সফটওয়্যার তৈরি করে তৃতীয় কোনও সংস্থার জন্য। বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম সহ মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করে তারা। যা মূলত জিও ফোনে ব্যবহার হয়। ইতিমধ্যে রিলায়েন্স জিও ফোন ওয়েবসাইটে এই নতুন ফোনের ছবি পোস্ট করেছে।