Jio Hotstar: চালু হল জিও হটস্টার, বিনামূল্যে দেখা যাবে পছন্দের কনটেন্ট, বাড়তি কী কী সুবিধে ?
Jio Hotstar Launched in India: যে সমস্ত গ্রাহকের জিও সিনেমা (Jio Hostar App) কিংবা ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন (Jio Hotstar Subscription) নেওয়া ছিল তারা কীভাবে দেখবেন পছন্দের কনটেন্ট ?

Jio Hotstar Launched: স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে জিও সিনেমা এবং ডিজনি হটস্টার মিলে একত্রে জিও হটস্টার এনেছে রিলায়েন্স জিও। আজ ১৪ ফেব্রুয়ারি থেকেই ভারতে চালু হল এই জিও হটস্টারের পরিষেবা। এবার থেকে জিও সিনেমা এবং ডিজনি হটস্টারের (Jio Hotstar) সমস্ত কনটেন্ট একত্রে দেখা যাবে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে। সংস্থার লোগোও বদলে গিয়েছে। জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করা থাকলে তা সরাসরি রিডিরেক্ট হয়ে যাবে জিও হটস্টার অ্যাপে। যে সমস্ত গ্রাহকের জিও সিনেমা (Jio Hostar App) কিংবা ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন (Jio Hotstar Subscription) নেওয়া ছিল তারাও খুব সহজেই এই অ্যাপে তাদের পছন্দের কনটেন্ট দেখতে পারবেন। অরিজিনাল কনটেন্ট ছাড়াও জিও হটস্টারে পাওয়া যাবে আরও কিছু কিছু বাইরের প্ল্যাটফর্মের কনটেন্টও।
বাইরের প্ল্যাটফর্ম থেকেও কনটেন্ট এগ্রিগেট করা হবে জিও হটস্টারে। এর মধ্যে গ্রাহকরা দেখতে পাবেন এনবিসি ইউনিভার্সাল পিকক, ওয়ার্নার ব্রস, ডিসকভারি, এইচবিও, প্যারামাউন্ট ইত্যাদি চ্যানেলের কনটেন্টও। অন্য কোনো প্ল্যাটফর্ম এই চ্যানেলগুলি এখনও অবধি স্ট্রিম করেনি। এর মানে হল আপনাকে আলাদা আলাদা করে ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে না। গেম অফ থ্রোনস বা মার্ভেলের ছবি দেখতে হলে একই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন আপনি। মোট ১০টি ভাষার কনটেন্ট দেখা যাবে জিও হটস্টারে।
ডিজনি হটস্টার এবং জিও সিনেমার কনটেন্ট ছাড়াও অতিরিক্ত আন্তর্জাতিক স্টুডিও এবং স্ট্রিমিং সার্ভিসের কিছু কিছু কনটেন্টও এখানে দেখা যাবে। জিও হটস্টারের লঞ্চের সময় সংস্থার সিইও কিরণ মানি জানিয়েছেন 'জিও হটস্টার লঞ্চের প্রধান উদ্দেশ্য হল প্রিমিয়াম বিনোদনের কনটেন্টকে সাশ্রয়ী করে তোলা সাধারণ মানুষের কাছে। কৃত্রিম বুদ্ধিমত্তার নির্দেশে চালিত ১৯টিরও বেশি ভাষায় স্ট্রিমিং অফার করা হচ্ছে জিও হটস্টারে। এর মাধ্যমে বিনোদন আর কোনো বাড়তি পরিষেবা নয়, বরং সকলের কাছে সহজলভ্য হয়ে উঠবে।'
জিও হটস্টারে এখন যদিও সমস্ত কনটেন্ট বিনামূল্যেই দেখা যাবে। তবে জানা গিয়েছে বিজ্ঞাপন ছাড়া বিঘ্নহীন পরিষেবা চাইলে কিছু সাবস্ক্রিপশন দিতে হবে যা কিনা প্রতি ৪ মাসে ১৪৯ টাকা করে। এমনকী বেশি রেজোলিউশনের কনটেন্ট দেখার জন্যও এই সাবস্ক্রিপশন রয়েছে। তবে ভবিষ্যতে কোনো চার্জ দিতে হবে কিনা তা জানায়নি রিলায়েন্স জিও। যে সমস্ত গ্রাহক আগে থেকেই জিও সিনেমার সাবস্ক্রিপশন নিয়ে রেখেছিলেন, তাদের জিও হটস্টারে লগ ইনের পর আপনা থেকেই প্রিমিয়াম ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন হয়ে যাবে।
আরও পড়ুন; Bank Holiday: এই দিনের ছুটি বাতিল, খোলা থাকবে ব্যাঙ্ক; কী নির্দেশিকা দিল RBI ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
