Jio phone 5G: জিও ফোন ৫জি মডেলে কী কী ফিচার-স্পেসিফিকেশন থাকতে পারে? দেখে নিন
5G Phone: জিও ফোন ৫জি মডেলে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে যার সঙ্গে ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।
Jio Phone 5G: রিলায়েন্স জিও (Jio Phone 5G) কর্তৃপক্ষ ভারতে ৫জি ফোন লঞ্চ করতে চলেছে। Geekbench- এ জিও ফোন ৫জি দেখা গিয়েছে। সেই সঙ্গে এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। ভারতে জিও ফোন ৫জি কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, জিও ফোন ৫জি মডেলে থাকতে চলেছে স্ন্যাপড্রাগন ৪৮০ প্লাস প্রসেসর। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১২- র সাপোর্ট থাকতে পারে যার সাহায্যে জিও ফোন ৫জি পরিচালিত হতে পারে। Geekbench benchmarking website- এর মাধ্যমে এই তথ্য পাওয়া যায়। এছাড়াও শোনা গিয়েছে জিও ফোন ৫জি ফনে ৪ জিবি র্যাম। এই ফোনে থাকতে পারে ৬.৫ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এছাড়াও জিও ফোন ৫জি মডেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর থাকতে পারে। সেলফি তোলার জন্য ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে যার সঙ্গে ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে। জিও ফোন ৫জি- তে আগে থেকেই যুক্ত থাকতে পারে গুগল মোবাইল সার্ভিস এবং জিও অ্যাপ।
Nothing Phone 2: নাথিং (Nothing) কোম্পানি ভারতে তাদের প্রথম ফোন নাথিং ফোন ১ (Nothing Phone 1) লঞ্চের পর হইচই পড়ে গিয়েছিল। সেমি ট্রান্সপারেন্ট রেয়ার প্যানেল নিয়ে লঞ্চ হয়েছিল এই ফোন। এরপর অনেকেই আশা করেছিলেন নাথিং ফোন ১- এর সাকসেসর মডেল নাথিং ফোন ২- ও লঞ্চ হবে। তবে নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি জানিয়েছেন, এখনই নাথিং ফোন ২ লঞ্চের সম্ভাবনা নেই। বরং আপাতত নাথিং ফোন ১ - এর ব্যাপারে মনযোগ দিতে চায় সংস্থা। নাথিং ফোন ২ লঞ্চ হবে না বা এ জাতীয় কোনও কিছু বলেননি কার্ল পেয়ি। তবে অদূর ভবিষ্যতে এই ফোন লঞ্চের কোনও সম্ভাবনা নেই।
Relme 10 Pro Series: রিয়েলমি ১০ প্রো সিরিজের (Realme 10 Pro Series) দুটো ফোন রিয়েলমি ১০ প্রো ৫জি (Realme 10 Pro 5G) এবং রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি (Realme 10 Pro Plus 5G) ভারতে লঞ্চ হয়েছে। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৫,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। রিয়েলমি ১০ প্রো প্লাস ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে। আর রিয়েলমি ১০ প্রো ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে। দুটো ফোনই ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
আরও পড়ুন- ৬০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে হাজির টেকনো পোভা ৪ ফোন, দাম কত?