Jio Recharge Plans: জিও-র ২০০ টাকার কমের রিচার্জ প্ল্যানেই এবার আনলিমিটেড ট্রু ৫জি, রয়েছে আরও অনেক সুবিধা
Jio 198 Plan: প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি করে ডেটা। ডেটা শেষ হয়ে গেলে ৬৪কেবিপিএস স্পিডে ইন্টারনেট চলবে ফোনে। এছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০ ফ্রি এসএমএসের সুবিধা।
Jio Recharge Plans: রিলায়েন্স জিও (Reliance Jio) সম্প্রতি লঞ্চ করেছে ২০০ টাকার কম দামের (Jio Rs 198 Prepaid Recharge Plan) একটি প্রিপেড রিচার্জ প্ল্যান (Jio Prepaid Recharge Plan)। ১৯৮ টাকার এই রিচার্জ প্ল্যানে জিও ইউজাররা একসঙ্গে পাবেন অনেকগুলি সুবিধা। ভয়েস কলিং (Unlimited Voice Calling), মেসেজ (daily 100 Free SMS), ডেটা (Daily 2GB Data) ছাড়াও রয়েছে বিভিন্ন জিও অ্যাপের সাবস্ক্রিপশন (Jio App Subscription) পাওয়ার সুবিধা। জিও সিনেমা (Jio Cinema) (প্রিমিয়াম ছাড়া), জিও টিভি (Jio TV) এবং জিও ক্লাউডের (Jio Cloud) সাবস্ক্রিপশন পাবেন ইউজাররা। জিও- র ১৯৮ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ ১৪ দিন (14 Days Validity)। এখানে আনলিমিটেড ট্রু ৫জি (Unlimited True 5G) পরিষেবা পাবেন ইউজাররা। প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি করে ডেটা। ডেটা শেষ হয়ে গেলে ৬৪কেবিপিএস (64 kbps) স্পিডে ইন্টারনেট চলবে ফোনে। এছাড়াও থাকছে আনলিমিটেড ভয়েস কল এবং রোজ ১০০ ফ্রি এসএমএসের সুবিধা।
জুলাই মাসের ৩ তারিখ থেকে জিও-র সমস্ত প্রিপেড রিচার্জ প্ল্যানের ট্যারিফ বৃদ্ধি পেয়েছে। সেই সময়েই বলা হয়েছিল ২০০ টাকার কম দামের প্রিপেড রিচার্জ প্ল্যানে ইউজাররা আর দৈনিক ২ জিবি ডেটার সুবিধা পাবেন না। এর পাশাপাশি এও জানা গিয়েছিল যে ২০০ টাকার কম দামের প্রিপেড রিচার্জ প্ল্যানে জিও ইউজারদের আর আনলিমিটেড ট্রু ৫জি পরিষেবাও দেবে না। তবে এবার ২০০ টাকার কম দামের একটি প্রিপেড রিচার্জ প্ল্যানেই উল্লিখিত দুই সুবিধা চালু করেছে জিও কর্তৃপক্ষ। তবে ১৯৮ টাকার এই প্রিপেড রিচার্জ প্ল্যানের মেয়াদ মাত্র ১৪ দিন, অর্থাৎ দু'সপ্তাহ।
জিও- র ১৯৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান, এখানে কী কী সুবিধা রয়েছে দেখে নেওয়া যাক
- এই প্ল্যানের মেয়াদ ১৮ দিন।
- প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যাবে। অর্থাৎ মোট ২৭ জিবি ডেটা পাওয়া যাবে।
- এছাড়াও রয়েছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০ ফ্রি এসএমএসের সুবিধা।
- জিও টিভি, জিও সিনে এবং জিও ক্লাউটের সাবস্ক্রিপশনও পাওয়া যাবে এই প্ল্যানে।
আরও পড়ুন- আইকিউওও জেড৯এস ৫জি সিরিজ এবার ভারতে হাজির, কোন কোন ফোন লঞ্চ হয়েছে? দাম কত?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।