Joker Malware : গুগল প্লে স্টোরে জোকার ম্যালওয়্যারের প্রত্যাবর্তন ! সতর্ক হোন, এখনই সরিয়ে ফেলুন এই অ্যাপগুলি
Joker malware is back on Google Play Store : Kaspersky-র অ্যানালিস্ট তাতইয়ানা শিশকোভার মতে, ফিরে এসেছে এই জোকার ম্যালওয়্যার । স্মার্টফোনের এসএমএস থেকে ওটিপি হাতিয়ে নিতে পারে এই ম্যালওয়্যার
নয়া দিল্লি : গত বছরই গুগল প্লে স্টোরে থাকা একাধিক অ্যাপ্লিকেশনে জোকার ম্যালওয়্যারের হদিস মেলে। যখনই কেউ জোকারে আক্রান্ত কোনও অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, সঙ্গে সঙ্গে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেবে সংশ্লিষ্ট ম্যালওয়্যার। ব্যক্তিগত তথ্যের এই তালিকায় থাকতে পারে- কন্ট্যাক্ট লিস্ট, ডিভাইস সংক্রান্ত বিষয় এবং অন্যান্য বিষয়।
Kaspersky-র অ্যানালিস্ট তাতইয়ানা শিশকোভার মতে, ফিরে এসেছে এই জোকার ম্যালওয়্যার। নিজের ট্যুইটার আকাউন্ট থেকে গুগল প্লে স্টোরে এই ম্যালওয়্যারের উপস্থিতি সংক্রান্ত আপডেট পোস্ট করে চলেছেন তিনি।
কী এই জোকার ম্যালওয়্যার ?
এই ম্যালওয়্যারের মূল বৈশিষ্ট্য হল- এটি আপনাকে বিজ্ঞাপন দেখাবে। স্মার্টফোনের এসএমএস থেকে ওটিপি হাতিয়ে নিতে পারে এই ম্যালওয়্যার। যার মাধ্যমে অনলাইন পেমেন্টের অনুমোদন দেওয়া যাবে। পরে এই ওটিপি মুছে দেবে সংশ্লিষ্ট ম্যালওয়্যার এবং ব্যাঙ্কের তরফ থেকে যে টাকা কেটে নেওয়ার মেসেজ আসে, সেটাও গ্রাহকের কাছে গোপন রেখে দিতে পারে। এই ধরনের ম্যালওয়্যার মারাত্মক বিপজ্জনক। কারণ, এটি সফলভাবে ইউজারের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারে। এ সম্বন্ধে কোনও হদিসই ইউজার পাবেন না। কারণ, মেসেজ পুরোপুরি মুছে ফেলা হবে।
নীচে জোকার ম্যালওয়্যার থাকা কয়েকটি অ্যাপ্লিকেশনের তালিকা দেওয়া হল। এর মধ্যে যদি কোনও অ্যাপ্লিকেশন আপনি ডাউনলোড করে থাকেন তাহলে সতর্ক হোন। সময়ের সঙ্গে সঙ্গে হয়তো গুগলই এই অ্যাপ্লিকেশনগুলি সরিয়ে দিতে পারে, কিন্তু তার আগেই আপনি ব্যবস্থা নিতে পারেন।
এই তালিকায় রয়েছে...
- Blender Photo Editor - Easy Photo Background Editor
- Battery Charging Animation Wallpaper
- EmojiOne Keyboard
- Dazzling Keyboard
- Super Hero-Effect
- Classic Emoji Keyboard
- Halloween Coloring
- Flashlight Flash Alert on Call
- Volume Boosting Hearing Air
- Smart TV Remote
- Battery Charging Animation Bubble Effects
- Volume Booster Louder Sound Equalizer
- Super-Click VPN
- Now QRCode Scan
- Easy PDF Scanner