Scam Alert : আইফোন ইউজারদের ঠকাতে নতুন প্রতারণাচক্র, এই ভুল করবেন না !
iPhone Phising Alert :আইফোন ব্যবহারকারীদের (iPhone User) ঠকাতে বাজারে এসেছে নতুন প্রতারণাচক্র (Fraud Alert)। আইমেসেজকে টার্গেট করে আনা হয়েছে এই ফিসিং স্ক্যাম।
iPhone Phising Alert : 'বিশ্বের সবথেকে সুরক্ষিত' ফোনে এবার প্রতারণার জাল (Cyber Fraud) বিস্তার করেছে জালিয়াতরা। আইফোন ব্যবহারকারীদের (iPhone User) ঠকাতে বাজারে এসেছে নতুন প্রতারণাচক্র (Fraud Alert)। আইমেসেজকে টার্গেট করে আনা হয়েছে এই ফিসিং স্ক্যাম।
সাইবার অপরাধীরা এখন অ্যাপলে আইমেসেজে ব্যবহারকারীদের ফিশিং সিকিউরিটি বন্ধ করার জন্য মেসেজ পাঠাচ্ছে। এটি ব্যবহারকারীদের জালিয়াতি ও স্ক্যামের ঝুঁকি বাড়িয়ে দেবে। iMessage-এ অজানা নম্বর থেকে আসা লিঙ্কগুলিকে ডিফল্টরূপে ইন্যাকটিভ করে দেয় এই সুরক্ষা সিস্টেম। কিন্তু এখন সাইবার অপরাধীরা এই কবচ ভাঙতে নতুন উপায় খুঁজে বের করেছে।
কীভাবে ফিশিং অ্যাটাক হচ্ছে ?
ব্লিপিং কম্পিউটারের একটি রিপোর্ট বলছে , স্ক্যামাররা জাল ইউএসপিএস শিপিং প্রবলেম বা টোল না দেওয়ার মতো বার্তা পাঠাচ্ছে। এই বার্তাগুলিতে আনক্লিকেবল লিঙ্ক রয়েছে। ব্যবহারকারীদের লিঙ্কটি অ্যাকটিভ করতে "Y" টাইপ করে উত্তর দিতে বলা হচ্ছে।
ফিশিং মেসেজে কী লেখা আছে
"অনুগ্রহ করে Y রিল্পাই দিন, তারপর টেক্সট মেসেজ বন্ধ করে পুনরায় খুলুন৷ লিঙ্কটি সক্রিয় করতে কপি করে তা সাফারি ব্রাউজারে খুলুন। এই ক্ষেত্রে" ব্যবহারকারীরা "Y" দিয়ে উত্তর দিলে iMessage-এর ফিশিং সুরক্ষা বন্ধ হয়ে যাবে। যার ফলে লিঙ্কটি ক্লিকেবল হয়ে যাবে।
কী বলছে অ্য়াপল
এই বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছে অ্যাপল। কোম্পানির তরফে বলা হয়েছে, আপনি যখনই কোনও মেসেজের উত্তর দেবেন বা আপনার কনট্য়াক্ট লিস্টে ওই নম্বর যোগ করবেন, তখনই মেসেজ লিঙ্কগুলি অ্য়াক্টিভেট হয়ে যাবে।
কেন এটা বিপজ্জনক?
মন রাখবেন, ব্যবহারকারী লিঙ্কটিতে ক্লিক না করলেও মেসেজের উত্তর দিলেই কাজ হাসিল হয়ে যাবে স্ক্যামারদের। কারণ তারা বুঝতে পারবে নম্বরটি সক্রিয়। যা দেখে ভবিষ্যতে আরও প্রতারণামূলক মেসেজে ওই নম্বরে পাঠাবে ঠগরা।
যদিও প্রযুক্তি-বুদ্ধিমান ব্যবহারকারীরা এই ধরনের ফিশিং আক্রমণগুলি চিনতে পারে, এই পদ্ধতিটি তাদের লক্ষ্য করে যারা প্রযুক্তিগতভাবে কম সচেতন এবং মনে করে যে বার্তাটি আসল।
কীভাবে এই ধরনের ফিশিং আক্রমণ এড়ানো যায়?
১ "Y" বা অন্য কোনও উত্তর দিয়ে কোনও সন্দেহজনক টেক্সটের উত্তর দেবেন না।
২ মেসেজের বিষয় কপি করুন এবং Norton Genie, Trend Micro ScamCheck, বা Bitdefender Scamio-এর মতো AI-ভিত্তিক স্ক্যাম ডিটেক্টর ব্যবহার করুন৷
৩ অজানা নম্বর ব্লক করুন এবং আপনার ফোনে অপ্রয়োজনীয় পরিচিত নম্বর যোগ করবেন না।
৪ iMessage এবং অন্যান্য অ্যাপের নিরাপত্তা সেটিংস আপডেট ও অ্য়াক্টিভ রাখুন।
৫ ফিশিং অ্যাটাক এড়াতে সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। সন্দেহজনক বার্তাগুলির প্রতিক্রিয়া এড়িয়ে চলুন এবং সবসময় এটি খোলার আগে যেকোনও লিঙ্কের সত্যতা যাচাই করুন।
UPI পিন দিলেই টাকা উধাও ! 'জাম্পড ডিপোজিট স্ক্যাম' নিয়ে মুখ খুলল কর্তৃপক্ষ, ভয় আছে কি ?