West Bengal Pharmaceuticals: সরিয়ে ফেলতে হবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ৭টি ওষুধ, নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের
WB Health Department: ফান্ডের প্রয়োজনে প্রয়োজনীয় কারণ দেখিয়ে স্বাস্থ্য দফতরকে জানাতে নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে।
সন্দীপ সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের আরও ৭টি ওষুধকে সমস্ত হাসপাতাল থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। এই ৭টি ওষুধের পরিবর্তে হাসপাতালগুলিকে ২টি ওষুধ অন্য কোম্পানি সরবরাহ করবে।
এদিন ফের নতুন করে আরও ৭টি ওষুধকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকা জারি করা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিদের উদ্দেশে। সংশ্লিষ্ট হাসপাতালে যদি উল্লিখিত ৭টি ওষুধ থাকে, তাহলে ওয়ার্ড থেকেও তা সরিয়ে ফেলতে হবে। স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, ৭টি ওষুধের মধ্যে ২টি ওষুধ অন্য একটি সংস্থা সরবরাহ। সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার চুক্তি হয়েছে। স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে, বাকি ৫টি ওষুধ বাইরে থেকে কিনতে হবে হাসপাতালগুলিকে। ফান্ডের প্রয়োজনে প্রয়োজনীয় কারণ দেখিয়ে স্বাস্থ্য দফতরকে জানাতে নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষগুলিকে।
এক প্রসূতির মৃত্য়ু এবং ৩ প্রসূতির সঙ্কটজনক অবস্থার জন্য় অভিযোগের আঙুল উঠছে 'রিঙ্গার ল্য়াকটেট' স্য়ালাইনের দিকে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, যে সংস্থার তৈরি স্য়ালাইন নিয়ে এত গুরুতর অভিযোগ উঠছে, সেই 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালে'র মালিক পক্ষ কোথায়? কেন সামনে আসছেন না তাঁরা? কেন চুপ? কোথায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের ৩ জন ডিরেক্টর- কৈলাশকুমার মিতরুকা, নীরজ মিত্তল ও মুকুল ঘোষ? শনিবারের পর সোমবার ফের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের শিলিগুড়ির অফিসে পৌঁছয় এবিপি আনন্দ। গতকাল উত্তর দিনাজপুরের চোপড়ার তিনমাইল হাটে 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল'-এর কারখানাতেও ফের পৌঁছয় এবিপি আনন্দ
এদিকে ‘বিষাক্ত’ স্যালাইনে ৩ প্রসূতির শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। SSKM হাসপাতাল সূত্রে খবর, সংক্রমণের কারণে তাঁদের শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নষ্ট হয়ে গেছে। ফুসফুস ও কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঠিক মতো কাজ করছে না। ৩ জনের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডে স্নায়ুরোগ, হৃদরোগ, পালমোনোলজি, মাইক্রো বায়োলজি, বায়ো কেমিস্ট্রি বিভাগকেও যুক্ত করা হয়েছে। ৩ প্রসূতির চিকিৎসার দায়িত্বে এখন ১৩ জনের মেডিক্যাল বোর্ড। রবিবার রাত থেকে SSKM-এ ITU-তে ভর্তি রয়েছেন নাসরিন খাতুন, ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন মাম্পি সিংহ ও মিনারা বিবি। নাসরিন ও মাম্পি ভেন্টিলেশনে রয়েছেন। প্রস্রাব বন্ধ থাকায় গতকাল এই দুই প্রসূতির ডায়ালিসিস হয়েছে।