KTM 390 Adventure X: KTM ট্যুরার বাইকের কম দামি সংস্করণ এল বাজারে, এদের সঙ্গে হবে পাঞ্জা
Bike News: KTM ভারতীয় বাজারে তার অ্যাডভেঞ্চার ট্যুর বাইকের নতুন 390 অ্যাডভেঞ্চার এক্স ভেরিয়েন্ট লঞ্চ করেছে।
Bike News: KTM ভারতীয় বাজারে তার অ্যাডভেঞ্চার ট্যুর বাইকের নতুন 390 অ্যাডভেঞ্চার এক্স ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এটি কোম্পানির অ্যাডভেঞ্চার বাইকের একটি সাশ্রয়ী ভেরিয়েন্ট, যা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের তুলনায় বেশ সাশ্রয়ী রাখা হয়েছে। এই নতুন সংস্করণে অনেক বৈশিষ্ট্য কম দেওয়া হয়েছে। যেগুলি কোম্পানির বাকি স্ট্যান্ডার্ড ভার্সনে দেওয়া আছে।
KTM 390 Adventure X Tourer: কোথায় আগের থেকে পার্থক্য
নতুন 2023 KTM পুরো এলইডি আলো, অফ-রোড মোড সহ ডুয়াল-চ্যানেল ABS, স্লিপার ক্লাচ এবং 12-ভোল্ট USB সকেটের মতো প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি পায়৷ তবে টিএফটি ডিসপ্লের পরিবর্তে ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছে বাইকে। এছাড়াও ট্র্যাকশন কন্ট্রোল, মাল্টিপল রাইডিং মোড, কর্নারিং এবিএস, রাইড-বাই-ওয়্যার থ্রটল, কুইকশিফটার এবং ইলেকট্রনিক রাইডার এইডস নেই বাইকে। তবে এর আনুষ্ঠানিক উদ্বোধন এখনও হয়নি।
KTM Bikes: ইঞ্জিনে কোনও পরিবর্তন নেই
কোম্পানি হয়তো এই অর্থনৈতিক সংস্করণে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে কিছুটা কমিয়ে এনেছে, কিন্তু এই নতুন বাইকটিতে একই 373.2 সিসি সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন দেওয়া হয়েছে যা এর স্ট্যান্ডার্ড সংস্করণ হিসাবে রয়েছে। এই ইঞ্জিনটি 9,000 rpm-এ 42.9 bhp শক্তি এবং 7,000 rpm-এ 37 Nm পিক টর্ক উৎপন্ন করে৷ এর ইঞ্জিনটি একটি 6-স্পিড গিয়ারবক্সের সাথে যুক্ত করা হয়েছে।
Bike News: ব্রেকিং ও সাসপেনশন
KTM এই বাইকে সামনের কাঁটা 43 mm USD সহ ও পিছনে একটি মনোশক যুক্ত করেছে। একই সময়ে ব্রেক করার জন্য সামনের চাকায় 320 এমএম সিঙ্গল ডিস্ক ও পিছনের চাকায় 230 এমএম সিঙ্গল ডিস্ক দেওয়া হয়েছে। বাইকটির জ্বালানি ক্ষমতা 14.5 লিটার ও এর কার্ব ওজন 177 কেজি।
KTM 390 Adventure X Tourer: বাইকের মূল্য
কোম্পানি নতুন KTM 390 অ্যাডভেঞ্চার X অর্থনৈতিক ভেরিয়েন্টটি 2.80 লক্ষ টাকার এক্স-শোরুম মূল্যে পেশ করেছে, যা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টের থেকে 58,000 টাকা কম।
Bike News: কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা
নতুন KTM 390 Adventure X Tourer বাইক BMW G 310 GS এবং Royal Enfield Himalayan-এর মতো বাইকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে।
Bike Ne
ws: পেট্রোলের দাম আকাশ ছোঁয়ায় এবার ভারতের বাজারেও বাড়ছে বৈদ্যুতিক বাইকের চাহিদা। যে কারণে দু-চাকা ও চার চাকার গাড়ি তৈরির দিকে ঝুঁকছে অটোমোবাইল সংস্থাগুলি। এই গতির সঙ্গে ইতিমধ্যেই নাম জুড়েছে Bajaj Auto, Hero Motorcorp, TVS-এর মতো কোম্পানিগুলি। এবার এই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে Royal Enfield-এর ইলেকট্রিক বাইক। শোনা যাচ্ছে, কোম্পানি আগামী কিছু মাসের মধ্যে তার প্রথম ইলেকট্রিক বাইক ভারতে লঞ্চ করতে পারে।
আরও পড়ুন : Royal Enfield EV: রয়্যাল এনফিল্ড আনবে 'ইলেকট্রিক' বাইক ! আগামী বছর হবে লঞ্চ