Lava 5G Phone: ফের ভারতে ৫জি ফোন লঞ্চ করতে চলেছে 'লাভা' কোম্পানি, কেনা যাবে সস্তায়, থাকবে নজরকাড়া ফিচার
Lava Blaze 3 5G: লাভা ব্লেজ ৩ ৫জি ফোনে এআই যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যাবে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে।
Lava 5G Phone: ভারতে ৫জি ফোনের (5G Phones) চাহিদা ক্রমশ বাড়ছে। আর তাই বিভিন্ন সংস্থা দেশে ৫জি ফোন লঞ্চ করছে। ভারতের সংস্থা 'লাভা' এর আগেও ভারতে ৫জি ফোন লঞ্চ করেছে। তাদের 'ব্লেজ' সিরিজের (Lava Blaze Series) ৫জি ফোন বেশ জনপ্রিয়। এবারও সেই 'ব্লেজ' সিরিজেরই নতুন ৫জি ফোন লঞ্চ করতে চলেছে লাভা সংস্থা। জানা গিয়েছে, ভারতে লঞ্চ হবে লাভা ব্লেজ ৩ ৫জি ফোন (Lava Blaze 3 5G)। এই ফোন কবে ভারতে লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে লাভা ব্লেজ সিরিজের নতুন ৫জি ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই বলেই শোনা গিয়েছে। গতবছর লঞ্চ হয়েছিল লাভা ব্লেজ ২ ৫জি ফোন (Lava Blaze 2 5G)। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ ৩ ৫জি ফোন। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর থাকতে পারে এই ফোনে। এছাড়াও ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে।
এক্স মাধ্যমে ভারতীয় সংস্থা 'লাভা' তাদের নতুন ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। যদিও সঠিক তারিখ এবং সময় এখনও প্রকাশিত হয়নি। কালো এবং বেজ- এই দুই রঙে লাভা ব্লেজ ৩ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে থাকবে একটি রিং লাইট যাকে 'ভাইব লাইট' বলছে লাভা সংস্থা। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে সাজানো থাকবে চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল। ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ কাট আউট। সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর।
লাভা ব্লেজ ৩ ৫জি ফোনে এআই যুক্ত ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যাবে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে। ফ্ল্যাট এজ থাকবে এই ফোনে। লাভা ব্লেজ ৩ ৫জি ফোনের দাম কত হবে সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি। তবে ভারতের নিজস্ব সংস্থা লাভা বরাবরই সস্তায় ৫জি ফোন লঞ্চ করে। অনুমান এক্ষেত্রেও তাই হবে। অর্থাৎ ফোনের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে। ৫জি ফোন বলে দাম আকাশছোঁয়া হবে না।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে Honor 200 Lite 5G ফোন? দেখে নিন কী কী ফিচার থাকতে পারে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।