Lava Smartphone: আরও বেশি পরিমাণ র্যাম নিয়ে ভারতে লঞ্চ হল লাভা ব্লেজ ৫জি, দাম কত? কী কী ফিচার রয়েছে?
Lava Blaze 5G: এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। লাভা সংস্থার অনলাইন স্টোর এবং অ্যামাজন ইন্ডিয়া থেকে এই ফোন কেনা যাবে।
Lava Smartphone: লাভা ব্লেজ ৫জি (Lava Blaze 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ৮ জিবি র্যাম নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে দেশে। গতবছর নভেম্বর মাসে ৪ জিবি র্যাম নিয়ে এই ফোন লঞ্চ হয়েছিল। এবার তার থেকে বেশি র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি ফোন। লাভা (Lava Smartphone) সংস্থার এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। Android 13 out-of-the-box - এর সাপোর্ট রয়েছে লাভা ব্লেজ ২ ৫জি ফোনে। এছাড়াও রয়েছে র্যাম এক্সপ্যানশন ফিচারের সাপোর্ট, যার সাহায্যে ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল ভাবে র্যামের পরিমাণ বাড়ানো যাবে।
লাভা ব্লেজ ৫জি ফোনের ৮ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। লাভা সংস্থার অনলাইন স্টোর এবং অ্যামাজন ইন্ডিয়া থেকে এই ফোন কেনা যাবে। লাভা ব্লেজ ৫জি ফোনের ৪ জিবি এবং ৬ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১০,৯৯৯ টাকা এবং ১১,৯৯৯ টাকা।
লাভা ব্লেজ ৫জি (৮ জিবি) ফোনের স্পেসিফিকেশন
- ডুয়াল সিম রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্স সাপোর্টের সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে।
- এই ফোনে ৬.৫১ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এই ফোনের স্টোরেজের পরিমাণ ১২৮ জিবি, যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- লাভা ব্লেজ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও রয়েছে ইউএসবি টাইপ- সি চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে।