(Source: ECI/ABP News/ABP Majha)
Lava Blaze 5G: শুরুতেই ১০০০ টাকা ছাড়! ভারতে লাভা ব্লেজ ৫জি ফোন কেনা যাবে কবে থেকে?
Lava Smartphone: লাভা ব্লেজ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট, একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
Lava Blaze 5G: ভারতে ১৫ নভেম্বর থেকে লাভা ব্লেজ ৫জি (Lava Blaze 5G) ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India) থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনের আসল দাম ১০,৯৯৯ টাকা। তবে প্রথমে এই ফোন কেনা যাবে ৯৯৯৯ টাকায়। অর্থাৎ শুরুতে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। গ্লাস ব্লু এবং গ্লাস গ্রিন- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি ফোন। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। এছাড়াও এই ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্ট, একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে ২৫ দিন পর্যন্ত বজায় থাকবে স্ট্যান্ডবাই টাইম। এছাড়াও এই ফোনের ব্যাটারির সঙ্গে ৫০ ঘণ্টা পর্যন্ত টক-টাইম পাওয়া সম্ভব, একবার পুরো চার্জ দিলে।
ভারতে আসছে ইনফিনিক্স সংস্থার নতুন ফোন
অন্যদিকে শোনা যাচ্ছে, ইনফিনিক্স সংস্থার দুটো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। এবার লঞ্চ হবে ইনফিনিক্স হট ২০ ৫জি এবং ইনফিনিক্স হট ২০ প্লে- এই দুই মডেল। ইনফিনিক্স হট ২০ সিরিজের এই দুই ফোন আগামী ৩০ নভেম্বর ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনের দাম হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে। মিডিয়াটেক প্রসেসর থাকার কথা রয়েছে এই ফোনগুলিতে। এছাড়াও ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। অন্যদিকে ইনফিনিক্স হট ২০ প্লে ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ভ্যানিলা মডেল ইনফিনিক্স হট ২০ ৫জি লঞ্চ হতে পারে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে।
লাভা ব্লেজ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে একটি ৬.৫১ ইঞ্চির HD+ IPS ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১২-র সাপোর্টের সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- এই ফোন লঞ্চ হতে পারে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ নিয়ে। এই র্যামের পরিমাণ ৭ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- লাভা ব্লেজ ৫জি ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন স্মার্টওয়াচ, রয়েছে ব্লুটুথ কলিং ফিচার, দাম কত?