Lava Phones: ভারতে ক্রমশ বাড়ছে দেশীয় সংস্থার তৈরি ফোনের চাহিদা, আবারও আসছে লাভা ব্লেজ সিরিজের মডেল
Lava Blaze Dragon: ভারতে লাভা ব্লেজ সিরিজের আরও একটি ফোন লঞ্চ হতে চলেছে। সেটি হল লাভা ব্লেজ AMOLED ২ ফোন। তবে এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।

Lava Phones: ভারতের সংস্থা লাভা তাদের নতুন একটি ফোন লঞ্চ করতে চলেছে দেশে। লাভা ব্লেজ ড্রাগন লঞ্চ হতে চলেছে ভারতে। এই ফোন জুলাই মাসেই ভারতে লঞ্চ হবে। ইতিমধ্যেই ফোনের ডিজাইন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে। কী কী ফিচার থাকবে তার আভাসও পাওয়া গিয়েছে। আগামী ২৫ জুলাই দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ ড্রাগন। ভারতে লাভা ব্লেজ সিরিজের আরও একটি ফোন লঞ্চ হতে চলেছে। সেটি হল লাভা ব্লেজ AMOLED ২ ফোন। তবে এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।
লাভা ব্লেজ ড্রাগন ফোনের জন্য ই-কমার্স সংস্থা অ্যামাজনে একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে। অতএব এটা স্পষ্ট যে ভারতে লঞ্চের পর এই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে। সোনালি রঙের একটি ফোনের ছবি প্রকাশ্যে এসেছে। ফোনের ব্যাক প্যানেলে রয়েছে আয়তাকার ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এই ক্যামেরা সেনসরে যুক্ত থাকবে অসংখ্য AI ফিচার।
টিপস্টার মুকুল শর্মা লাভা ব্লেজ ড্রাগন ফোনের একটি ছবি এক্স মাধ্যমে শেয়ার করেছেন। এই ফোনের মূল ফিচারগুলি সম্পর্কেও আভাস দিয়েছে। যে ছবি প্রকাশ্যে এসেছে সেখানে কালো রঙের ফোন দেখা গিয়েছে। তার সঙ্গে রামধনু রঙের রেয়ার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ওই টিপস্টার। ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ থাকতে পারে এই ফোনে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যেতে পারে।
আরেক টিপস্টার প্রতীক ট্যান্ডন এক্স মাধ্যমে দাবি করেছেন লাভা ব্লেজ ড্রাগন ফোন ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে লঞ্চ হতে পারে। একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে লাভা ব্লেজ ড্রাগন ফোনে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে।
অনুমান করা হচ্ছে, লাভা ব্লেজ ড্রাগন ফোনের সঙ্গেই হয়তো ভারতে লঞ্চ হতে পারে লাভা ব্লেজ AMOLED ২ ফোন। তবে এই ব্যাপারে নির্দিষ্ট ভাবে এলাভা সংস্থা কিছু জানায়নি। লাভা ব্লেজ AMOLED ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে লাভা ব্লেজ AMOLED ২ ফোন।






















