Lava Phones: লাভা সংস্থার 'প্লে' সিরিজের ৫জি ফোন হাজির ভারতে, আবারও কম দামে মডেল আনল সংস্থা
Lava Play Max 5G: ডেকান ব্ল্যাক এবং হিমালয়ান হোয়াইট- এই দুই রঙে লাভা প্লে ম্যাক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে। রিটেল স্টোর থেকে কেনা যাবে এই ফোন।

Lava Phones: ভারতের নিজস্ব সংস্থা লাভা। তাদের নতুন ৫জি ফোন লঞ্চ হয়েছে দেশে। এবার ভারতের বাজারে এসেছে লাভা প্লে ম্যাক্স ৫জি ফোন। লাভা প্লে সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হয়েছে দুটো রঙে। লাভা প্লে ম্যাক্স ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে লাভা সংস্থার এই ফোনে। এছাড়াও ইউজাররা লাভা প্লে ম্যাক্স ৫জি ফোনে পাবেন ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে ফোন নষ্ট হবে না।
ভারতে লাভা প্লে ম্যাক্স ৫জি ফোনের দাম কত, কী কী রঙে লঞ্চ হয়েছে এই ফোন
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একটি ভ্যারিয়েন্ট রয়েছে, যার দাম ১৪,৪৯৯ টাকা। ডেকান ব্ল্যাক এবং হিমালয়ান হোয়াইট- এই দুই রঙে লাভা প্লে ম্যাক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে। রিটেল স্টোর থেকে কেনা যাবে এই ফোন। অনলাইনে এই ফোন কোথায় পাওয়া যাবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
লাভা প্লে ম্যাক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে
- লাভা প্লে ম্যাক্স ৫জি ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা। এই ফোনে ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এটি একটি AMOLED ডিসপ্লে। এখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- লাভা প্লে ম্যাক্স ৫জি ফোনের অনবোর্ড র্যামের পরিমাণ আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে। অনবোর্ড স্টোরেজের পরিমাণও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনের রেয়রা ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- লাভা প্লে ম্যাক্স ৫জি ফোনে একটি শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এর সঙ্গে পাবেন ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।






















