Lava ProWatch Zn: ভারতে লঞ্চ হয়েছে লাভা সংস্থার নতুন স্মার্টওয়াচ, রিয়েল টাইম হার্ট রেট মনিটর করতে পারবে এই ডিভাইস
Lava Smartwatch: ভারতে Lava ProWatch Zn স্মার্টওয়াচের সিলিকন স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম ২৫৯৯ টাকা। আর মেটালিক স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম ২৯৯৯ টাকা।
Lava ProWatch Zn: স্মার্টফোনের পর এবার স্মার্টওয়াচ (Smartwatch)। ভারতে লঞ্চ হয়েছে Lava ProWatch Zn। এই স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৪৩ ইঞ্চির AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে (TouchScreen Display)। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 3 কোটিং। লাভা সংস্থার এই স্মার্টওয়াচ একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস (Water Resistant Device)। এই স্মার্টওয়াচে (Lava Smartwatch) রয়েছে একটি Photoplethysmography (PPG) সেনসর যা রিয়েল টাইম হার্ট রেট (Real Time Heart Rate Monitoring Features) মনিটর করে তথ্য প্রদর্শন করতে সক্ষম। এছাড়াও ব্লাড অক্সিজেন স্যাচুরেশন লেভেল (Blood Oxygen Saturation Level) অর্থাৎ SpO2 মনিটরিং ফিচারের সাপোর্টও রয়েছে Lava ProWatch Zn স্মার্টওয়াচে। জানা গিয়েছে, লাভা সংস্থার এই স্মার্টওয়াচে ১১০টিরও বেশি স্পোর্টস মোডের (Sports Mode) সাপোর্ট রয়েছে। একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ থাকলে এই স্মার্টওয়াচ ৮ দিন পর্যন্ত চালু থাকতে পারে বলে দাবি করেছে লাভা সংস্থা। তবে সেক্ষেত্রে সাধারণ ভাবে ব্যবহার করতে হবে স্মার্টওয়াচ। বিশেষ ফিচারগুলি চালু রাখা যাবে না।
ভারতে Lava ProWatch Zn স্মার্টওয়াচের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে পাবেন এই স্মার্টওয়াচ
ভারতে Lava ProWatch Zn স্মার্টওয়াচের সিলিকন স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম ২৫৯৯ টাকা। আর মেটালিক স্ট্র্যাপ ভ্যারিয়েন্টের দাম ২৯৯৯ টাকা। কালো এবং ধূসর রঙে ভারতে কেনা যাবে এই স্মার্টওয়াচ। লাভা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে Lava ProWatch Zn স্মার্টওয়াচ কেনা যাবে। জানা গিয়েছে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হতে চলেছে আগামী ২৬ এপ্রিল থেকে।
Lava ProWatch Zn স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- এই স্মার্টওয়াচে ১৫০- র বেশি ওয়াচ ফেসের সুবিধা রয়েছে ইউজারদের জন্য। এই স্মার্টওয়াচ অ্যান্ড্রয়েড এবং আইওএস দু'ধরনের ডিভাইসের সংযুক্ত করা যাবে।
- ব্লুটুথ কলিং ফিচারের সাপোর্ট রয়েছে লাভা সংস্থার এই স্মার্টওয়াচে। ব্লুটুথ ভার্সান ৫.২ ভার্সানের সাপোর্ট রয়েছে লাভা সংস্থার এই ওয়ারেবল ডিভাইসে।
- এই স্মার্টওয়াচে একাধিক ইনবিল্ট গেম রয়েছে। ইউজারের স্ট্রেসের পাশাপাশি ব্রিদিং এবং স্লিপ সাইকেল মনিটর করতে পারবেন লাভা সংস্থার এই স্মার্টওয়াচ।
- ৩৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে এই স্মার্টওয়াচে। ২০ দিনের স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে এই ডিভাইসে। এই স্মার্টওয়াচে পুরো চার্জ দিলে এক ঘণ্টা সময় লাগবে। ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে এই স্মার্টওয়াচের ব্যাটারি লাইফ বজায় থাকবে তিনদিন পর্যন্ত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।