Lava Yuva 2 Pro: ভারতে হাজির নতুন বাজেট ফোন, দাম ৮ হাজারেরও কম, রয়েছে দুর্দান্ত ফিচার
Smartphone: এই ফোনের স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা সম্ভব। এছাড়াও এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২- এর লেটেস্ট ভার্সানের সাপোর্ট।
Lava Yuva 2 Pro: ভারতে লঞ্চ হয়েছে একটি বাজেট স্মার্টফোন। সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতের নিজস্ব কোম্পানি 'লাভা'-র তৈরি ফোন Lava Yuva 2 Pro। এই ফোনের দাম শুরু হচ্ছে ৮ হাজার টাকারও কমে। কিন্তু এই দামেই ফোনের মধ্যে রয়েছে দুর্দান্ত সব ফিচার। জানা গিয়েছে, Lava Yuva 2 Pro ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির HD+ Notch ডিসপ্লে। এই ফোনের ইন্টারনাল স্টোরেজের পরিমাণ ৬৪ জিবি। এছাড়াও Lava Yuva 2 Pro ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। এই ফোনের ৪ জিবি র্যাম (৩ জিবি এক্সপ্যান্ডেবল) এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯৯৯ টাকা। গত বছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল Lava Yuva 2 ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হয়েছে Lava Yuva 2 Pro ফোন। এই ফোনের স্টোরেজের পরিমাণও ২৫৬ জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করা সম্ভব। এছাড়াও এই ফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ১২- এর লেটেস্ট ভার্সানের সাপোর্ট।
Lava Yuva 2 Pro ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
ক্যামেরা ফিচার- এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি এআই সেনসর এবং দুটো ভিজিএ ক্যামেরা। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
কানেক্টিভিটি ফিচার- ওয়াই-ফাই, ব্লুটুথ ভি ৫.১ এবং ৪জি কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে। টাইপ- সি ইউএসবি পোর্ট দিয়ে এই ফোনে চার্জ দেওয়া যাবে। এছাড়াও লাভা সংস্থার এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ১০ ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে ফোনের বক্সে।
Vivo V27 Series: ভিভো ভি২৭ সিরিজ (Vivo V27 Series) ভারতে লঞ্চ হতে চলেছে পয়লা মার্চ। সম্প্রতি ভিভো সংস্থা তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ভিভো ভি২৭ সিরিজের ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করেছে। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে থাকবে ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)- এই দুই ফোন। এই দুই স্মার্টফোনে থাকবে 3D কার্ভড স্ক্রিন, তার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ডিসপ্লের উপর থাকবে হোল পাঞ্চ আক্ট আউট। সেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ভিভো ভি২৭ সিরিজের ফোনের মূল আকর্ষণ হতে চলেছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। অর্থাৎ ফোনের পিছনের অংশ বা রেয়ার প্যানেলের রঙ পরিবর্তন হবে। এই দুই ফোনে Sony IMX 776V ক্যামেরা সেনসর থাকবে।
আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে ভিভো ভি২৭ সিরিজ? কোন কোন ফোন লঞ্চ হতে পারে?