Lenovo ThinkBook: ১২ জেনারেশন ইনটেল চিপ-১৬ ইঞ্চির ডিসপ্লে, নতুন থিঙ্কবুক আনল লেনোভো
Lenovo ThinkBook: সম্প্রতি লঞ্চ হয়েছে কোম্পানির নতুন Lenovo ThinkBook 14+ ও Lenovo ThinkBook 16+ ল্যাপটপগুলি।জেনে নিন দাম ও ফিচার।
Lenovo Laptops: এবার ১৬ ইঞ্চির থিঙ্কবুক ল্যাপটপ নিয়ে এল লেনোভো। সম্প্রতি লঞ্চ হয়েছে কোম্পানির নতুন Lenovo ThinkBook 14+ ও Lenovo ThinkBook 16+ ল্যাপটপগুলি।
Lenovo ThinkBook: নতুন এই ল্যাপটপগুলি উইন্ডোজ 11-এ চলে। এই ডিভাইসে রয়েছে 16GB RAM ও 512GB অনবোর্ড স্টোরেজ সহ 12th প্রজন্মের Intel Core i5 ও Core i7 'Alder Lake'প্রসেসর। Lenovo ThinkBook 14+ ও Lenovo ThinkBook 16+ Intel Iris Xe গ্রাফিক্স দিয়েছে কোম্পানি। সঙ্গে পাবেন Nvidia RTX 2050 GPU ।
Lenovo ThinkBook Price: এই দুই ল্যাপটপের মূল্য
Intel Core i5-12500H মডেলের জন্য Lenovo ThinkBook 14+ এর দাম রাখা হয়েছে CNY 4,999 (প্রায় 59,700 টাকা)। এই ল্যাপটপ ছাড়া Intel Core i5-12500H ভ্যারিয়েন্ট ও একটি Nvidia RTX 2050 GPU সহ Core i7-12700H মডেলের দাম যথাক্রমে CNY 6,299 (প্রায় 75,200 টাকা) ও CNY 6,999 (প্রায় 83,600 টাকা) রাখা হয়েছে।
উভয় ল্যাপটপই চিনে কোম্পানির ওয়েবসাইটে প্রি-অর্ডারের জন্য পাওয়া যাচ্ছে। 28 মার্চ থেকে বিক্রি শুরু এই দুই ল্যাপটপের। তবে ল্যাপটপগুলি ভারতে আসবে কিনা Lenovo এখনও আনুষ্ঠানিকভাবে সেই বিষয়ে ঘোষণা করেনি।
Lenovo ThinkBook 14+, Lenovo ThinkBook 16+ স্পেসিফিকেশন
নতুন Lenovo ThinkBook 14+ ও Lenovo ThinkBook 16+ 12th প্রজন্মের Intel Core i5-12500H ও Core i7-12700H প্রসেসরে চলে। এতে রয়েছে 16GB LPDDR5 RAM। ল্যাপটপগুলি Intel Iris Xe গ্রাফিক্স বা Nvidia GeForce RTX 2050 ডিসক্রিট গ্রাফিক্স সহ পাওয়া যায়। Lenovo ThinkBook 14+ ল্যাপটপটি 14-ইঞ্চি 2.8K ডিসপ্লে (2,880x1,800 পিক্সেল) 90Hz রিফ্রেশ রেট সহ পাওয়া যায়। যেখানে Lenovo ThinkBook 16+ একটি 16-ইঞ্চি 2.5K (2,560x2,080 পিক্সেল) রিফ্রেশ রেট সহ আসে।
সম্প্রতি ১৬ ও ১৭ ইঞ্চির বিভাগে ল্যাপটপ নিয়ে এসেছে ডেল। শোনা যাচ্ছে, ডেলের সেই মডেলকে টেক্কা দিতেই এবার থিঙ্কবুকের এই ধরনের প্রোডাক্ট নিয়ে এল লেনোভো। মিডরেঞ্জের বাজেট ল্যাপটপের বাজার ধরতেই এই ধরনের মডেল আনল কোম্পানি।