(Source: Poll of Polls)
Mark Zuckerberg: ইনস্টাগ্রামে নতুন বছরের শুভেচ্ছাবার্তা মার্ক জুকেরবার্গের, সঙ্গী স্ত্রী প্রিসিলা
New Year 2023: তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন মার্ক জুকেরবার্গ এবং প্রিসিলা চ্যান। গত বছর একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন জুকেরবার্গ।
Mark Zuckerberg: শুরু হয়ে গিয়েছে ২০২৩ সাল। নতুন বছরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বইছে শুভেচ্ছা বার্তা বন্যা। তারকারাও অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য বেছে নিয়েছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যম। আর সেখানেই বিশ্ববাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মার্ক জুকেরবার্গও (Mark Zuckerberg)। মেটা- র সিইও এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে মার্কের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানও। নতুন বছরকে (New Year 2023) স্বাগত জানিয়েছেন দম্পতি। তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন মার্ক জুকেরবার্গ এবং প্রিসিলা চ্যান। গত বছর একথা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন জুকেরবার্গ।
View this post on Instagram
স্ত্রী'র সঙ্গেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছিলেন মার্ক জুকেরবার্গ। ক্যাপশনে লিখেছিলেন, 'অনেক ভালবাসা। আনন্দের সঙ্গে জানাচ্ছি ম্যাক্স এবং অগস্ট আগামী বছর তাদের ছোট্ট বোনকে পেতে চলেছে।' ম্যাক্স এবং অগস্ট মার্ক জুকেরবার্গ এবং প্রিসিলা চ্যান- এর দুই সন্তানের নাম। সোশ্যাল মিডিয়ায় সুখবর প্রকাশ হতেই ফেসবুক প্রতিষ্ঠাতা এবং তাঁর স্ত্রী'কে অভিবাদন জানিয়েছছিলে নেটিজেনরা। আগত সন্তানের সুস্থতা কামনা করেছেন সকলে।
২০১২ সালে Priscilla Chan- এর সঙ্গে বিবাহিত জীবন শুরু করেছিলেন মার্ক জুকেরবার্গ। ইতিমধ্যেই দুই সন্তানের অভিভাবক হয়েছেন এই দম্পতি। তাঁদের দুই সন্তানের নাম ম্যাক্সিমা চ্যান জুকেরবার্গ এবং অগস্ট চ্যান জুকেরবার্গ। এবার আসতে চলেছে তৃতীয় সন্তান। মার্ক জুকেরবার্গের ইনস্টাগ্রাম পোস্টে আভাস পাওয়া গিয়েছে যে কন্যাসন্তানের জন্ম দিতে চলেছেন এই তারকা দম্পতি। কারণ ইনস্টাগ্রামে জুকেরবার্গ লিখেছেন যে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে ম্যাক্সিমা এবং অগস্টের ছোট বোন আসতে চলেছে তাঁদের পরিবারে।
View this post on Instagram
সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় নাম মার্ক জুকেরবার্গ। বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং পরিচিত সোশ্যাল মিডিয়া ফেসবুকের প্রতিষ্ঠাতা তিনি। বর্তমানে ফেসবুকের পেরেন্ট সংস্থার নাম মেটা, যার সিইও মার্ক জুকেরবার্গ। এই মেটা সংস্থা হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামেরও পেরেন্ট অর্গানাইজেশন বা মূল সংস্থা।
আরও পড়ুন- গাড়িতে বসেই উড়তে পারবেন ! জানুয়ারিতেই আসছে এই যান