Threads App: সুখবর! চালু হতে চলেছে থ্রেডস অ্যাপের ওয়েব ভার্সান, প্রতিযোগিতা বাড়ছে 'এক্স'- এর সঙ্গে
Meta Threads: থ্রেডস অ্যাপের ওয়েব ভার্সান লঞ্চের নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি। তবে ইনস্টাগ্রামের প্রধান Adam Mosseri জানিয়েছেন, খুব তাড়াতাড়িই থ্রেডস অ্যাপের ওয়েব ভার্সান চালু হবে।
Threads App: ইউজারদের জন্য সুখবর। চলতি সপ্তাহেই সম্ভবত আসতে চলেছে মেটা-র (Meta) নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'থ্রেডস'- (Threads) এর ওয়েব ভার্সান (Web Version)। সম্প্রতি এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। ট্যুইটারকে পাল্লা দেওয়ার জন্য 'থ্রেডস' অ্যাপ লঞ্চ করেছে মেটা। লঞ্চের পর থেকেই জল্পনা ছিল এই নতুন মাধ্যমের ওয়েব ভার্সান নিয়ে। কারণ ট্যুইটার বর্তমানে যার নাম 'এক্স' সেই মাধ্যমে রয়েছে ওয়েব ভার্সান। তাই থ্রেডস- এর ক্ষেত্রেও ওয়েব ভার্সান দ্রুত চালু হওয়া দরকার ছিল। নাহলে প্রতিযোগিতায় টিকে থাকা বেশ মুশকিল। অন্যদিকে এখনও ট্যুইটারের অনেক ফিচার নতুন থ্রেডস অ্যাপে নেই। তবে এবার ওয়েব ভার্সান চালু হওয়ার খবরে প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে বলছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমের সঙ্গে লড়াই করে প্রতিযোগিতায় টিকে থাকার চেষ্টায় রয়েছে থ্রেডস অ্যাপ।
এখনও অবশ্য থ্রেডস অ্যাপের ওয়েব ভার্সান লঞ্চের নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি। তবে ইনস্টাগ্রামের প্রধান Adam Mosseri জানিয়েছেন, খুব তাড়াতাড়িই থ্রেডস অ্যাপের ওয়েব ভার্সান চালু হবে। আর প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেরই অনুমান এর ফলে বিভিন্ন ব্র্যান্ড, বিজ্ঞাপনী সংস্থা এবং সমাজের প্রভাবশালীদের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে থ্রেডস অ্যাপের। আরও বেশি সংখ্যক ইউজার থ্রেডস অ্যাপ ব্যবহার করবেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত ৫ জুলাই অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে লঞ্চ হয়েছে থ্রেডস। মাত্র ৫ দিনে ১০০ মিলিয়নের বেশি ইউজার হয়েছিল এই অ্যাপের। তবে প্রথম দিকে একধাক্কায় জনপ্রিয়তা বাড়লেও তারপর সেভাবে আর এই অ্যাপে যুক্ত হননি নতুন ইউজাররা।
সম্প্রতি আবার শোনা গিয়েছে যে থ্রেডস অ্যাপে যুক্ত হতে চলেছে ট্যুইটারের ডিরেক্ট মেসেজ বা ডিএম ফিচার
সোশ্যাল মিডিয়া মাধ্যমে ব্যক্তিগত স্তরে কোনও ইউজারকে মেসেজ করে যোগাযোগের বিষয়টি অনেকক্ষেত্রেই বেশ গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর ট্যুইটারের ডিএম ফিচার যথেষ্ট জনপ্রিয়। সেক্ষেত্রে তারই প্রতিদ্বন্দ্বী মাধ্যম থ্রেডসে ডিএম ফিচার না থাকলে ইউজারদের কাছে এই সোশ্যাল মিডিয়া মাধ্যম বেশি আকর্ষণীয়ও হবে না। আর তাই লঞ্চের একমাসের মধ্যেই থ্রেডসে ডিরেক্ট মেসেজ ফিচার যুক্ত করতে চলেছে কর্তৃপক্ষ। তবে এই ফিচার লঞ্চেরও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।
থ্রেডস অ্যাপের বিভিন্ন ফিচার
অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই এই অ্যাপ সাপোর্ট করছে। টেক্সট ভিত্তিক কনভারসেশন অ্যাপ হল থ্রেডস। এখানে ৫০০ ক্যারেক্টার পর্যন্ত পোস্ট লেখা যাবে। সেই সঙ্গে লিঙ্ক, ছবি, ভিডিও পোস্ট করা যাবে। ৫ মিনিটের ভিডিও পোস্ট করা যাবে থ্রেডস অ্যাপে। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ক্রেডেন্সিয়াল দিয়েই সব কাজ করা যাবে। ইন্সটাগ্রামের ইউজার নেমই থাকবে থ্রেডসে। এমনকি ইউজারের ফলোয়ারদেরও স্থানান্তরিত করার সুবিধা রয়েছে। অর্থাৎ থ্রেডসে অ্যাকাউন্ট খুলতে চাইলে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন- হাজার ডায়েট মেনেও রোগা হতে পারছেন না? এই ভুলগুলো করছেন না তো?