Microsoft Layoffs: ফের ছাঁটাই মাইক্রোসফটে, এবার নাকি কোপ ১০০০- এর বেশি কর্মীর উপর!
Layoffs: সেলস এবং কাস্টোমার সার্ভিস- এই দুই বিভাগ থেকে কর্মী ছাঁটাই হয়েছে বলে খবর। এছাড়াও এই কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়েছে ইঞ্জিনিয়ারিং প্রোজেক্ট ম্যানেজার এবং মার্কেটিং বিভাগেও।
Microsoft Layoffs: ফের মাইক্রোসফটে (Microsoft) কর্মী ছাঁটাইয়ের (Employee Layoffs) কথা শোনা গিয়েছে। গত কয়েক সপ্তাহে ১০০০- এর বেশি কর্মী ছাঁটাই হয়েছে মাইক্রোসফটে, এমনটাই শোনা গিয়েছে। সেলস এবং কাস্টোমার সার্ভিস- এই দুই বিভাগ থেকে কর্মী ছাঁটাই হয়েছে বলে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মাইক্রোসফট পরিকল্পনা করেছিল ১০ হাজার চাকরি ছাঁটাই করবে। তবে নতুন করে কর্মী ছাঁটাইয়ের যে কথা মাইক্রোসফট সংস্থায় শোনা গিয়েছে তার সঙ্গে আগের তথ্যের যোগ নেই বলেই অনুমান করা হচ্ছে। সূত্রের খবর, প্রতিবছর আর্থিক বর্ষের শুরুর সময় কোম্পানিতে কিছু পরিবর্তন করে থাকে মাইক্রোসফট কর্তৃপক্ষ। এই অর্থবর্ষ শুরু হয় পয়লা জুলাই। শোনা যাচ্ছে, মাইক্রোসফট কর্তৃপক্ষ তাদের 'ডিজিটাল সেলস অ্যান্ড সাকসেস' গ্রুপ বন্ধ করেছে। এটি আসলে একটি সেলস অ্যান্ড কাস্টোমার সার্ভিস টিম।
এছাড়াও শোনা যাচ্ছে, কাস্টোমার সলিউশন ম্যানেজার পদ বাতিল করতে চলেছে মাইক্রোসফট সংস্থা। কিছু কর্মীকে পাঠানো হয়েছে কাস্টোমার সাকসেস অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই দায়িত্বে। এই কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়েছে ইঞ্জিনিয়ারিং প্রোজেক্ট ম্যানেজার এবং মার্কেটিং বিভাগেও। সূত্রের খবর, শুধু গত সপ্তাহেই কাস্টোমার সার্ভিস, সাপোর্ট এবং সেলস টিম থেকে ২৭৬ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
শাওমি ইন্ডিয়াতে হচ্ছে না কর্মী ছাঁটাই
কিছুদি আগে শোনা গিয়েছিল শাওমি ইন্ডিয়া কর্তৃপক্ষও নাকি কর্মী ছাঁটাই করবে। তবে এই তথ্য উড়িয়ে দিয়েছেন শাওমি ইন্ডিয়ার প্রেসিডেন্ট মুরলীকৃষ্ণণ বি। তিনি জানিয়েছেন, এবছর শাওমি ইন্ডিয়া সংস্থায় কোনও কর্মী ছাঁটাই করা হবে না। তবে এর আগে শোনা গিয়েছিল যে শাওমি ইন্ডিয়া সংস্থা থেকে ১০০০- এর বেশি কর্মী ছাঁটাই করা হবে।
ডুনজো সংস্থার ফের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা, এই নিয়ে তৃতীয়বার
এই নিয়ে তৃতীয়বার ডুনজো ই-কমার্স সংস্থায় কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করা হয়েছে। ১৫০ থেকে ২০০ কর্মী কাজ হারাতে পারেন। পরিসংখ্যান অনুসারে গত ৮ মাসে প্রায় ৪০০ কর্মীকে ছাঁটাই করেছে ডুনজো সংস্থা। গতবছর অর্থাৎ ২০২২ সাল থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। কুইক গ্রসারি ডেলিভারি সংস্থা হিসেবে বেশ জনপ্রিয় বেঙ্গালুরুর স্টার্ট আপ। তারাই আবারও কর্মী ছাঁটাই করেছে। এবছর এপ্রিল মাসেও ৩০০- র কাছাকাছি সংখ্যক কর্মীকে ছাঁটাই করেছিল এই কুইক গ্রসারি ডেলিভারি ই-কমার্স সংস্থা।
আরও পড়ুন- কনজাঙ্কটিভাইটিস আক্রান্তের চোখের দিকে তাকালেই সংক্রমণ ? কী উপায়ে বাঁচবেন ?