AI Deepfakes: এআই প্রযুক্তিতে চিন্তা বাড়াচ্ছে 'ডিপফেক', জালিয়াতি না রুখলে বিপদ ! বলছেন খোদ মাইক্রোসফ্ট প্রেসিডেন্ট
Microsoft President Statement: কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনের আশীর্বাদের সঙ্গে নিয়ে আসছে অভিশাপ। AI-কে কাজে লাগিয়ে বাড়ছে জালিয়াতি। যা চিন্তা বাড়িয়েছে খোদ মাইক্রোসফটের প্রেসিডেন্টের।
Microsoft President Statement: সুবিধার পাশপাশি তৈরি হচ্ছে সমস্যা। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের জীবনের আশীর্বাদের সঙ্গে নিয়ে আসছে অভিশাপ। AI-কে কাজে লাগিয়ে বাড়ছে জালিয়াতি। যা চিন্তা বাড়িয়েছে খোদ মাইক্রোসফটের প্রেসিডেন্টের।
Artificial Intelligence: কী বলেছেন মাইক্রোসফ্ট প্রেসিডেন্ট ?
সম্প্রতি মাইক্রোসফ্ট প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগের কারণ। ডিপ ফেকের মাধ্যমে নকল জিনিসকে আসল বলে দেখানো হচ্ছে। যা আদতে সত্যি নয়। ওয়াশিংটনে একটি বক্তৃতায় এআইকে কীভাবে আরও ভালভাবে নিয়ন্ত্রণ করা যায়,তা নিয়ে বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য করেন স্মিথ।
যেখানে তিনি জানান, বর্তমানে চ্যাটজিপিটি এসে যাওয়ার ফলে অনেকেই একে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করছেন। যার ফলে মানুষের মধ্য়ে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। কোম্পানিকে এমন কিছু করতে হবে, যাতে কোন ছবি বা ভিডিও আসল ও কোনটা এআই তৈরি করেছে, তা সাধারণ মানুষের বোধগম্য হয়। এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে।
Microsoft President Statement: এই 'ডিপ ফেক'-এর পিছনে বিদেশি শক্তির হাত দেখছেন মাইক্রোসফটের প্রেসিডেন্ট। তাঁর মতে, রাশিয়া, চিন ও ইরানের মতো শক্তি আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে খারার কাজে লাগাচ্ছে। যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। এই সাইবার হামলার প্রভাবকে অবিলম্বে না রুখলে সমস্যা হবে। ইতিমধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে লাইসেন্সিং করতে চাইছে কোম্পানি। এক দেশ থেকে অন্য দেশে AI গেলে তা যাতে জালিয়াতরা চুরি না করতে পারে সেদিকে নজর রাখতে বলেছেন স্মিথ।
সম্প্রতি এআই ঘুম ছুটিয়েছে আমেরিকার আইন প্রণেতাদের। কীভাবে AI-এর সবকিছু নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য আইন আনতে চাইছেন তাঁরা। পরিসংখ্যান বলছে, নিত্যদিন নতুন ছোট-বড় কোম্পানি এআই প্রযুক্তি নিয়ে আসছে। বেশিরভাগ কোম্পানি এর সুবিধা নিতে ব্যবহারিক প্রয়োগও শুরু করে দিয়েছে। যা উদ্বেগ বাড়াচ্ছে ওয়াশিংটনের।
হার্ট অ্যাটাক এমনকী ক্যান্সার নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পর এবার নতুন রূপে AI। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রযুক্তি দিয়ে খুঁজে পাওয়া যাবে হারানো জিনিস। আপনার ওষুধ, চশমা হারানো ফোন খুঁজে পেতে রোবটকে সাহায্য করবে এআই প্রোগ্রাম। গবেষকরা প্রাথমিকভাবে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করার জন্য এই প্রযুক্তিটি ব্যবহার করতে চান। এই ধরনের রোগীরা কেউ নিজেদের জিনিস ভুলে গেলে তা খুঁজতে সাহায্য় করবে এই এআই টেকনোলজি।