(Source: ECI/ABP News/ABP Majha)
Google Account: এই নিয়ম না মানলে ডিসেম্বরেই ডিলিট হবে গুগল অ্যাকাউন্ট ! আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে তো?
Google Account Delete: গুগল জানিয়েছে, অনেকদিন ধরে ইন-অ্যাক্টিভ থাকা গুগল অ্যাকাউন্ট সহজে অ্যাক্টিভ করার উপায় হল যেকোনও গুগল প্রোডাক্টে ওই অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করা।
Google Account: অনেকদিন ধরে গুগল অ্যাকাউন্ট (Inactive Google Account) ব্যবহার করেননি? এবার তাহলে আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে গুগল কর্তৃপক্ষ। এবছর ডিসেম্বর মাসেই অনেক ইউজারের গুগল অ্যাকাউন্ট ডিলিট (Google Account Deletation) হয়ে যেতে পারে। গুগলের তরফে জানানো হয়েছে ২ বছর ধরে যেসব গুগল অ্যাকাউন্ট ইন-অ্যাক্টিভ রয়েছে সেগুলি এই ডিসেম্বরেই ডিলিট হয়ে যাবে। এই প্রসঙ্গে অনেক আগেই সতর্কবার্তা দিয়েছিল গুগল কর্তৃপক্ষ। ইউজারদেরও জানানো হয়েছিল সবকিছুই। এখন আর হাতে বেশি সময় নেই। তাই যাঁরা বছর দুয়েক ধরে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেননি, তাঁরা এবার শেষ মুহূর্তে দেখে নিন কীভাবে নিজেদের গুগল অ্যাকাউন্ট বাঁচাতে পারবেন।
কী কী করণীয়
গুগল জানিয়েছে, অনেকদিন ধরে ইন-অ্যাক্টিভ থাকা গুগল অ্যাকাউন্ট সহজে অ্যাক্টিভ করার উপায় হল যেকোনও গুগল প্রোডাক্টে ওই অ্যাকাউন্ট দিয়ে সাইন-ইন করা। এর পাশাপাশি ইউজারদের একটা ব্যাপার নিশ্চিত করতে হবে যে অল্পদিনের মধ্যেই তাঁরা ইমেল অ্যাড্রেসও পুনরুদ্ধার করতে পারবেন। এরপরেও অবহেলা করলে গুগল অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। সর্বোপরি আগের জিমেল আইডি দিয়ে আর নতুন গুগল অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। তাই এখনও যাঁরা গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেননি, সময় থাকতে থাকতে তাঁরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করিয়ে নিন।
সহজে কীভাবে নিজের গুগল অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন
দু'বছর ধরে যাঁরা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেননি, তাঁরা কীভাবে সহজে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন, তার জন্য সহজ কিছু পদ্ধতি প্রকাশ করেছে গুগল কর্তৃপক্ষ। সেগুলি কী কী একনজরে দেখে নেওয়া যাক।
- নিজের জিমেল অ্যাকাউন্ট খুলে কোনও ইমেল পড়ুন কিংবা কাউকে মেল পাঠান।
- গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন কোনও কনটেন্ট আপলোড বা ডাউনলোডের জন্য।
- গুগল অ্যাকাউন্টের সাহায্যে ইউটিউবে ভিডিও দেখতে পারে।
- গুগল ফটোর মাধ্যমে শেয়ার করুন কোনও ছবি।
- আপনার রেজিস্টার্ড গুগল অ্যাকাউন্টের সাহায্যে প্লে স্টোর থেকে কোনও অ্যাপ ডাউনলোড করতে পারেন।
কেন এত কড়া পদক্ষেপ নিচ্ছে গুগল
গুগলের তরফে জানানো হয়েছে ইউজারদের গোপনীয়তা অটুট রাখা তাদের কাজ। এর পাশাপাশি দীর্ঘদিন সচল না থাকা কোনও অ্যাকাউন্টে যেন কোনওরকম আপত্তিকর প্রবেশ না হয় সেটা দেখাও তাদের কাজ। অর্থাৎ ইউজারদের নিরাপত্তার স্বার্থেই নেওয়া হচ্ছে এই কড়া পদক্ষেপ। এবছর জুলাই মাসের শেষের দিকে ইমেলের মাহদ্যমে ইউজারদের সতর্কবার্তা দিয়েছিল গুগল সংস্থা। তখনই বলা হয়েছিল নিয়ম না মানলে ডিসেম্বরে ডিলিট হবে গুগল অ্যাকাউন্ট। এখনও কয়েক সপ্তাহ সময় রয়েছে। সময় থাকতে সতর্ক হোন।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের প্রাইভেসি চেকআপ, আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত কিনা বুঝবেন কীভাবে?