Motorola Smartphones: মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন ভারতে লঞ্চ হবে আজ, দাম কত হতে পারে এই ফোনের?
Motorola Edge 50 Fusion: এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এছাড়াও ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
Motorola Smartphones: ভারতে আজ ১৬ মে, ২০২৪- লঞ্চ হতে চলেছে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন (Motorola Edge 50 Fusion)। টিপস্টার যোগেশ ব্রার এই ফোনের দাম সম্পর্কে এক্স মাধ্যমে আভাস দিয়েছেন। এই টিপস্টারের দাবি ভারতে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের দাম শুরু হতে পারে ২৪,৯৯৯ টাকা। তবে মোটোরোলা সংস্থা এই ফোনের (Motorola Smartphones) দাম সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। ভারতে লঞ্চের পর মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইট থেকে। অফলাইনে বিভিন্ন রিটেল স্টোর থেকেও এই ফোন কেনা যাবে। তবে অনলাইনে এক্সক্লুসিভ ভাবে পাওয়া যাবে ফ্লিপকার্ট থেকে।
মোটোরোলা এজ ফিউশন ৫০ ফোন ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে দেখে নিন কী কী ফিচার থাকতে পারে
- জানা গিয়েছে যে এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ফরেস্ট ব্লু, হট পিঙ্ক, মার্শমেলো ব্লু- এই তিন রঙে।
- ১২ জিবি পর্যন্ত র্যাম থাকবে এই ফোনে।
- অ্যান্ড্রয়েড ১৪ বেসড Hello UI - এর সাপোর্টে পরিচালিত হবে মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোন।
- এই ফোনে থাকতে চলেছে ৬.৭ ইঞ্চির একটি কার্ভড pOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১৪৪ হার্টজ।
- মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের ডিসপ্লের উপরে থাকতে চলেছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন, যাতে ডিসপ্লে সুরক্ষিত থাকে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও থাকবে এই ফোনে।
- মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে থাকতে পারে একটি Sony LYTIA 700C প্রাইমারি সেনসর। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ম্যাক্রো শুটার থাকার কথা শোনা গিয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে ১৫ ৫জি ব্যান্ড এবং ওয়াই-ফাই ৬ সাপোর্ট থাকতে পারে।
- এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা রয়েছে এই ফোনে।
- মোটোরোলার এই ফোন IP68 রেটিং যুক্ত ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে।
- এই ফোনে ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
- মোটোরোলা এজ ৫০ ফিউশন ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকতে পারে।
আরও পড়ুন- এসে গেল চ্যাটজিপিটির নতুন ভার্সন- কী কী কাজ করতে পারবেন, তাও একদম ফ্রিতে !
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।