Motorola Phones: মোটোরোলার নতুন ৫জি ফোন আসছে ভারতে, লঞ্চ হবে কোন মডেল? কী কী ফিচার থাকতে চলেছে
Motorola Edge 70: এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট থাকতে চলেছে। এছাড়াও থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে।

Motorola Phones: ভারতে আসছে মোটোরোলার নতুন ফোন। এটি একটি ৫জি মডেল হতে চলেছে। মোটোরোলা 'এজ' সিরিজের নতুন ফোন লঞ্চ হবে দেশে। এবার আসছে মোটোরোলা এজ ৭০ মডেল। লঞ্চের পর অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন। ৫.৯৯ মিলিমিটার পুরু হতে চলেছে মোটোরোলার আসন্ন ৫জি ফোন।
everyTHIN done the right way.
— Motorola India (@motorolaindia) December 8, 2025
At just 5.99mm, the motorola edge 70 sets a new benchmark for slimness without compromise.
Launching 15th December on Flipkart, https://t.co/azcEfy2uaW, and leading retail stores. #MotorolaEdge70 #Motorola #ImpossiblyThin pic.twitter.com/7K8AbQ4StK
ভারতে মোটোরোলা এজ ৭০ ফোন লঞ্চ হবে আগামী ১৫ ডিসেম্বর। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট থাকতে চলেছে। এছাড়াও থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে। আর থাকবে এলইডি ফ্ল্যাশ। মোটোরোলা ইডিয়া অনলাইন স্টোর এবং অন্যান্য অফলাইন রিটেল স্টোর থেকেও কেনা যাবে এই ফোন।
মোটোরোলা এজ ৭০ ৫জি ফোনের ৫০০০ এমএএইচের সিলিকন-কার্বন ব্যাটারি থাকতে পারে। এর সঙ্গে ৬৮ ওয়াটের ওয়্যারড এবং ১৫ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। একটানা ফোন ব্যবহারের পরেও ডিভাইস যেন গরম না হয়, তার জন্য মোটোরোলা এজ ৭০ ফোনে থাকতে চলেছে একটি Vapour Cooling Chamber- এর সাপোর্ট। এই ফোনে ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লেথাকতে পারে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের উপর নিরাপত্তার জন্য থাকতে পারে Gorilla Glass 7i প্রোটেকশন লেয়ার। এছাড়াও এই ফোনে পাবেন Dolby Atmos সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট পাওয়া যাবে মোটোরোলা এজ ৭০ ৫জি ফোনে। তিন বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে মোটোরোলার আসন্ন ফোনে।
এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শুটারের সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আরও একটি আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর (ম্যাক্রো ভিশন সমেত) সেনসর থাকতে পারে। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথাও শোনা গিয়েছে। এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জল ও ধুলোয় ফোন সহজে নষ্ট হবে না। শক্তপোক্ত এই ফোনের ওজন হবে প্রায় ১৫৯ গ্রাম।






















