Moto G31: ১৩ হাজার থেকে দাম শুরু, দেশে এই নতুন মিডরেঞ্জার আনল Motorola
Moto G31 Specs: নতুন ফোনে MediaTek Helio G85 প্রসেসর দিয়েছে কোম্পানি। ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।ফিঙ্গার প্রিন্টের পাশাপাশি ফেস আনলকের সুবিধা দেওয়া হয়েছে ফোনে।
Motorola Moto G31 Launch: লোয়ার মিডরেঞ্জের বাজার ধরতে দেশের মার্কেটে নতুন ফোন আনল Motorola। ভারতে লঞ্চ করা হল Moto G31। তিনটে রেয়ার ক্যামেরা, ৫০০০-এর ব্যাটারি ও একাধিক নতুন ফিচার নিয়ে এল এই ফোন।
Moto G31 Specs: নতুন ফোনে MediaTek Helio G85 প্রসেসর দিয়েছে কোম্পানি। ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।ফিঙ্গার প্রিন্টের পাশাপাশি ফেস আনলকের সুবিধা দেওয়া হয়েছে ফোনে। এই ডিভাইসে পাবেন ২০ ওয়াটের টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং। যা দেবে ৩৬ ঘণ্টার ব্যাটারি লাইফ। ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি দিয়েছে কোম্পানি।গত মাসেই ইউরোপে লঞ্চ করা হয়েছিল এই ফোন। ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে এই ফোনে। সঙ্গে থাকছে ৬০ হার্টজের রিফ্রেস রেট। ফোনে সর্বোচ্চ ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ পাবেন।
Moto G31 Camera: ফোনে দেওয়া হয়েছে ৩টি রেয়ার ক্যামেরা। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা হিসাবে রয়েছে ৫০ মেগার সেন্সর। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এছাড়াও থাকছে ২ মেগার ম্যাক্রো শ্যুটার। সেলফির জন্য ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। ডিভাইসে Dual Capture, Spot Colour, Night Vision, Portrait, Live Filter, AR Stickers, Pro Mode-ও দিয়েছে কোম্পানি। পাশাপাশি রয়েছে ক্যামেরার আরও ফিচার।
Moto G31 price: ভারতের বাজারে ১২,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এই ফোনের দাম। তবে কেবল ৪ জিবি ৬৪ জিবি ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই এই দামে ফোন পাওয়া যাবে। বাকি ১৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে এর ৬ জিবি ১২৮ জিবি অপশন। Baby Blue ও Meteorite Grey রঙে পাওয়া যাবে ফোন। আগামী ৬ ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে ফোন। দুপুর বারোটা থেকে শুরু হবে ফোনের সেল।
আরও পড়ুন: Amazon Deal: অ্যামাজনে আইপ্যাডে দারুণ ডিল, ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ
আরও পড়ুন: Amazon Sale: iPhone XR কিনলে ১৭ হাজারের সরাসরি ছাড়, ১৪ হাজারের বেশি অন্যান্য অফার