Moto G96 5G: ভারতে হাজির মোটোরোলা 'জি' সিরিজের নতুন ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে? দাম কত
Motorola Smartphones: মোটো জি৯৬ ৫জি ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড TurboPower চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও পাবেন ডুয়াল সিমের সাপোর্ট।

Moto G96 5G: ভারতে লঞ্চ হয়েছে মোটো জি৯৬ ৫জি ফোন। এই স্মার্টফোনে কোয়ালকমের ৪ এনএম অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। এছাড়াও এই ফোনে পাবেন ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর যেখনে 4K রেকর্ডিংয়ের সাপোর্ট রয়েছে। মোটোরোলা 'জি' সিরিজের এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন সহজে নষ্ট হবে না। মোটো জি৯৬ ৫জি ফোনের ডিসপ্লের উপর রয়েছে ওয়াটার টাচ টেকনোলজির সাপোর্ট। এছাড়াও এই স্ক্রিনের উপর সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন লেয়ার।
ভারতে মোটো জি৯৬ ৫জি ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে বিক্রি শুরু
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেল, যার দাম ১৯,৯৯৯ টাকা। চারটি রঙে মোটো জি৯৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং মোটোরোলা ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ১৬ জুলাই থেকে বিক্রি শুরু হতে চলেছে মোটো জি৯৬ ৫জি ফোনের।
মোটো জি৯৬ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে জেনে নিন
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এচডি প্লাস রেজোলিউশন যুক্ত 3D curved pOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাবেন ইউজাররা।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে। প্রাইমারি সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে। আর সেকেন্ডারি সেনসরে অটো ফোকাস এবং ম্যাক্রো ভিশন সাপোর্ট রয়েছে। রেয়ার এবং ফ্রন্ট, দুই ক্যামেরা সেনসরেই 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে।
- মোটো জি৯৬ ৫জি ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ওয়্যারড TurboPower চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও পাবেন ডুয়াল সিমের সাপোর্ট। ফেস আনলক এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরের সাপোর্টও রয়েছে এই ফোনে। এর পাশাপাশি রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার যেখানে Dolby Atmos সাপোর্ট পাবেন ইউজাররা। ফোনের ব্যাক প্যানেলে ভেগান লেদার ফিনিশও থাকছে। ইউএসবি টাই-সি পোর্ট দিয়ে চার্জ দেওয়া যাবে মোটো জি৯৬ ৫জি ফোনে।






















