Moto Razr Series: অবশেষে প্রকাশ্যে Moto Razr Series, নতুন ধরনের আউটার ডিসপ্লে থাকার সম্ভাবনা
Foldable Smartphone: Moto Razr ফোনে একটি বড় এক্সটারনাল ডিসপ্লে থাকতে চলেছে। সম্ভবত ফোনের ডিসপ্লেতেই থাকবে ক্যামেরা সেনসর।
Motorola Foldable Smartphone: অবশেষে প্রকাশ্যে এসেছে মোটোরোলা (Motorola) সংস্থা আসন্ন ফোল্ডেবল ফোন মোটোরোলা Razr সিরিজের টিজার। একই বছরে এই প্রথম সম্ভবত দুটো ফোল্ডেবল ফোন (Foldable Phone) লঞ্চ করতে চলেছে মোটোরোলা সংস্থা। তবে একই সঙ্গে দুটো ফোন লঞ্চ হবে কিনা সেই ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। জানা গিয়েছে, মোটোরোলার নতুন স্মার্টফোন সিরিজে থাকতে পারে হাই-এন্ডের ফোন মোটোরোলা Razr প্লাস। এর সঙ্গে থাকতে পারে মোটোরোলা Razr লাইট ফোন। প্লাস ভ্যারিয়েন্টের তুলনায় এই লাইট মডেল কিছুটা সস্তা হবে বলে মনে করা হচ্ছে।
মোটোরোলা তাদের আসন্ন Razr স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে আভাস দিয়েছে। যে স্মার্টফোন মোটোরোলা লঞ্চ করতে চলেছে সেটি একটি ফোল্ডেবল মডেল। Moto Razr ফোনে একটি বড় এক্সটারনাল ডিসপ্লে থাকতে চলেছে। সম্ভবত ফোনের ডিসপ্লেতেই থাকবে ক্যামেরা সেনসর। এতদিন যত ফোল্ডেবল ফোন লঞ্চ হয়েছে তার স্ক্রিন রিফ্রেশ রেট ১২০ হার্টজ ছিল। তবে মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ হতে পারে বলে শোনা যাচ্ছে। মোটোরোলা Razr প্লাস ফোনের ডিসপ্লের ক্ষেত্রে এই রিফ্রেশ রেট দেখা যেতে পারে।
মোটো Razr প্লাস ফোনে দুটো আউটার ক্যামেরা থাকতে পারে। এই দুই ক্যামেরার চারপাশে রয়েছে একটি shiny glass shell। শোনা যাচ্ছে, আসন্ন মোটোরোলা Razr মডেল বিভিন্ন নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। চিনে এই ফোন মোটোরোলা Razr প্লাস নামে লঞ্চের সম্ভাবনা রয়েছে। কানাডা, সংযুক্ত আরব আমিরশাহী এবং ভারতে এই ফোন লঞ্চ হতে পারে Razr 40 Ultra নামে। বিভিন্ন সার্টিফিকেশন ওয়েবসাইটে সেই নামই দেখা গিয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান সার্টিফিকেশন ওয়েবসাইটে মোটোরোলার আসন্ন ফোনের নাম দেখা গিয়েছে। তাই অনুমান করা যাচ্ছে যে এই ফোন ভারতে লঞ্চ হবে।
Poco Smartphone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে পোকো এফ৫ (Poco F5) ফোন। এই ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭+ জেন ২ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাপোর্ট থাকতে পারে পোকো এফ৫ ফোনে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে পোকো সংস্থার এফ সিরিজের এই ফোন। ভারতে এর আগে লঞ্চ হয়েছিল পোকো এফ৪ ৫জি ফোন। তার সাকসেসর হিসেবে এবার লঞ্চ হতে চলেছে পোকো এফ৫ ৫জি ফোন। বলা হচ্ছে, এই ফোন রেডমি নোট ১২ টার্বো ফোনের রিব্র্যান্ডেড ভার্সান। যদি এই তথ্য সঠিক হয় তাহলে পোকো এফ৫ ৫জি এবং রেডমি নোট ১২ টার্বো ফোন একই ধরনের হবে।
আরও পড়ুন- ভিভো এক্স ফোল্ড ২ এবং ভিভো এক্স ফ্লিপ- কী কী ফিচার রয়েছে এই দুই ফোল্ডেবল ফোনে?