Smartwatch: স্মার্টওয়াচ কাজ করবে ফোনের মতো, তোলা যাবে ছবি, ফোন এলে ধরা-ছাড়াও যাবে নিমেষে
Noise Smartwatch: নয়েজ সংস্থার নতুন স্মার্টওয়াচে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এছাড়াও ইউজাররা পাবেন ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচ।

Smartwatch: নয়েজ সংস্থার স্মার্টওয়াচ দীর্ঘদিন ধরেই ভারতের বাজারে জনপ্রিয়। সম্প্রতি একটি নতুন স্মার্টওয়াচ দেশে লঞ্চ করেছে নয়েজ। এবার লঞ্চ হয়েছে নয়েজ কালার ফিট প্রো ৬ সিরিজ। এই স্মার্টওয়াচ সিরিজে রয়েছে নয়েজ কালার ফিট প্রো ৬ এবং নয়েজ কালার ফিট প্রো ৬ ম্যাক্স - এই দুই স্মার্টওয়াচ মডেল। নয়েজ সংস্থার নতুন স্মার্টওয়াচে রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার। এছাড়াও ইউজাররা পাবেন ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। একবার পুরো চার্জ দিলে সাতদিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচ। এআই ফিচারের সাপোর্ট রয়েছে নয়েজের নতুন দুই স্মার্টওয়াচে। এই এআই ফচারের সাহায্যে ইউজার শরীর চর্চার সময় কী কী করছেন, তার ডেটা সংগ্রহ করা যাবে এবং সেই অনুসারে স্মার্টওয়াচই আপনাকে জানিয়ে দেবে সুস্থ থাকবে আপনার আর কী কী করা উচিৎ কিংবা কতটা ঠিক পথে এগিয়েছেন আপনি বা আর কী কী প্রয়োজন রয়েছে। নয়েজ কালার ফিট প্রো ৬ সিরিজের দুটো স্মার্টওয়াচেই রয়েছে EN2 প্রসেসর।
ভারতে নয়েজ কালার ফিট প্রো ৬ সিরিজের দুটো স্মার্টওয়াচের দাম
নয়েজ কালার ফিট প্রো ৬ - এই স্মার্টওয়াচের দাম শুরু হচ্ছে ৫৯৯৯ টাকা থেকে। এটি braided স্ট্র্যাপ ভ্যারিয়েন্ট। এছাড়াও mesh strap ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। অন্যদিকে নয়েজ কালার ফিট প্রো ৬ ম্যাক্স স্মার্টওয়াচের দাম শুরু হচ্ছে ৭৪৯৯ টাকা থেকে। এটি লেদার, ম্যাগনেটিক এবং সিলিকন স্ট্র্যাপ ভ্যারিয়েন্ট। স্মার্টওয়াচের স্ট্র্যাপের ধরন অনুসারে আরও বেশি দামের ভ্যারিয়েন্টও রয়েছে। মেটাল স্ট্র্যাপের নয়েজ কালার ফিট প্রো ৬ ম্যাক্স স্মার্টওয়াচের দাম ৭৯৯৯ টাকা। এটিই সর্বোচ্চ দাম। প্রি-অর্ডার শুরু হবে ২৭ জানুয়ারি থেকে। আর ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কেনা যাবে আগামী ২৯ জানুয়ারি থেকে।
নয়েজ কালার ফিট প্রো ৬ স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে
- এই স্মার্টওয়াচে রয়েছে ১.৮৫ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
- নয়েজের এই স্মার্টওয়াচের সাহায্যে আপনি ছবি তুলতে পারবেন। কবজিতে থাকা স্মার্টওয়াচ ঝাঁকালে ফোন এলে তা কেটে দিতে পারবেন। এছাড়াও স্মার্টওয়াচের স্ক্রিন ঢেকে রাখলে ফোনকল মিউট করা যাবে।
- এমার্জেন্সি এসওএস এবং পাসওয়ার্ড প্রোটেক্টেড ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এআই যুক্ত একাধিক হেলথ ফিচারের সাপোর্টও রয়েছে নয়েজের এই স্মার্টওয়াচে।
নয়েজ কালার ফিট প্রো ৬ ম্যাক্স স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে
- এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯৬ ইঞ্চির স্ক্রিন। এটি স্টেনলেস স্টিলের তৈরি স্মার্টওয়াচ। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
- ১০০-র বেশি স্পোর্টস মোডের সাপোর্ট রয়েছে নয়েজ সংস্থার এই স্মার্টওয়াচ।
- একবার পুরো চার্জ দিলে ৭ দিন পর্যন্ত চালু থাকবে স্মার্টওয়াচ। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই ধরনের ডিভাইসের এই স্মার্টওয়াচ যুক্ত করা যাবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
