Nokia C01 Plus Launch: কম দামি ফোনের বাজারে নয়া নোকিয়া, ৬০০০-এ পাবেন এই ফোন
Nokia C01 Plus Launch: Android 11 Go অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। ফলে লাইটওয়েট অ্যাপ চলবে দ্রুত গতিতে। কোম্পানি জানিয়েছে, ফোনে রয়েছে ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ।
Nokia C01 Plus Launch: এবার চিনা কোম্পানিগুলির মতো বেসিক ফোনের বাজার ধরতে নতুন ফোন আনল নোকিয়া Nokia C01 Plus Launch। ৬ হাজার টাকায় পাবেন ৩০০০এমএএইচের ব্যাটারি ছাড়াও ৩২ জিবি স্টোরেজ। জেনে নিন আরও কী আছে ফোনে ?
Nokia C01 Plus: স্পেকস ও ফিচার
Android 11 Go অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। ফলে লাইটওয়েট অ্যাপ চলবে দ্রুত গতিতে। কোম্পানি জানিয়েছে, ফোনে রয়েছে ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ। Nokia C01 Plus-কে সাশ্রয়ী স্মার্টফোনের শ্রেণিতে রেখেছে কোম্পানি।Nokia C01 Plus গত বছর আত্মপ্রকাশ করেছিল। সোমবার দেশে লঞ্চ হয়েছে এই ফোন। এখানে 2GB RAM-এর সঙ্গে 16GB/32GB স্টোরেজ মডেল পাবেন ক্রেতা।
Nokia C01 Plus: ফোনের কটা মডেল
এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। আপনি এটি 2GB RAM ও 16GB স্টোরেজ সহ 6,299 টাকায় পাবেন। Nokia C01 Plus 2GB RAM সহ 32GB স্টোরেজের দাম পড়বে 6,799 টাকা।
Nokia C01 Plus: জিওর সঙ্গে গাঁটছড়া
এই ফোনের ক্ষেত্রে Nokia একটি বিশেষ Jio Exclusive অফার নিয়ে এসেছে। Reliance Jio-এর সঙ্গে জোট বাঁধায় মডেলগুলির খরচ যথাক্রমে 5,699 ও 6,199 টাকায় পাওয়া যায়৷ আপনি যখন Nokia C01 Plus কিনবেন তখন UPI-এর মাধ্যমে বিশেষ ক্যাশব্যাক পেতে JioExclusive অফার সক্রিয় করতে ভুলবেন না। যা মাত্র 30 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে।Nokia C01 Plus ব্লু ও গ্রে রঙে পাওয়া যাচ্ছে। আপনি 28 মার্চ থেকে ডিভাইসটি কিনতে দেশের বাজার থেকে কিনতে পারবেন।
NOKIA C01 PLUS 32GB: অন্যদের থেকে কোথায় আলাদা
Nokia C01 Plus স্মার্টফোনটিতে 720×1440 পিক্সেল রেজোলিউশনের সঙ্গে 5.45-ইঞ্চির একটি ডিসপ্লে রয়েছে। এটি হালকা ওজনের Android 11 Go সংস্করণে চলে। যার জন্য ফোনে নিয়মিত অ্যাপ চালানোর প্রয়োজন হয় না।Nokia C01 Plus একটি অক্টা-কোর প্রসেসরে চলবে। যাতে 2GB RAM ও 32GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করে 128GB পর্যন্ত বাড়ানো যায়।এই বাজেট ফোনে 5-মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও একটি 2-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। Nokia C01 Plus কানেক্টিভিটির জন্য Wi-Fi, Bluetooth ও 4G LTE সমর্থন করে।