(Source: ECI/ABP News/ABP Majha)
Nokia C31: নোকিয়ার নতুন ফোন হাজির ভারতে, দাম ১০ হাজারের কম, রয়েছে তাক লাগানো ফিচার
Nokia Smartphones: নোকিয়ার নতুন স্মার্টফোনে রয়েছে একটি ৫০৫০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে তিনদিন পর্যন্ত চার্জ থাকবে এই ফোনে।
Nokia C31: ভারতে লঞ্চ হয়েছে নোকিয়া সি৩১ (Nokia C31) ফোন। নোকিয়ার (Nokia Smartphone) এই নতুন ফোনের দাম ১০ হাজার টাকার কম। কিন্তু ফিচারের দিক থেকে যথেষ্টই নজর কেড়ে নিতে পারবে এই ফোন। এই ফনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। এছাড়াও রয়েছে একটি ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে এবং অক্টা-কোর প্রসেসর। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট রয়েছে এবং ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। নোকিয়ার নতুন স্মার্টফোনে রয়েছে একটি ৫০৫০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে তিনদিন পর্যন্ত চার্জ থাকবে এই ফোনে।
ভারতে নোকিয়া সি৩১ ফোনের দাম এবং উপলব্ধতা
এই ফোনের ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯৯৯৯ টাকা। অন্যদিকে, ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১০,৯৯৯ টাকা। চারকোল এবং মিন্ট শেডে এই ফোন লঞ্চ হয়েছে। কেনা যাবে নোকিয়া ইন্ডিয়া ওয়েবসাইট থেকে।
নোকিয়া সি৩১ ফোনের স্পেসিফিকেশন
- নোকিয়ার এই ফোনে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এর উপরে রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। ডিসপ্লের উপর রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। 2.5D গ্লাস প্রোটেকশন। এই ফোনে একটি octa-core Unisoc প্রসেসর রয়েছে।
- এই ফোনের ক্যামেরা সেটআপে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে ৫০৫০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং ফিচার সাপোর্ট রয়েছে। ফোনের ওজন প্রায় ২০০ গ্রাম।
Samsung Galaxy Smartphones: স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি (Samsung Galaxy M14 5G) নিয়ে অনেকদিন ধরেই কাজকর্ম হচ্ছে বলে মনে করা হচ্ছিল। এবার এই ফোনের হদিশ পাওয়া গিয়েছে Geekbench database এবং Bureau of Indian Standards (BIS) সার্টিফিকেশন সাইটে। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে স্যামসাংয়ের এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের পাশাপাশি স্যামসাংয়ের আরও একটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে দেশে। মনে করা হচ্ছে, এটি স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি (Samsung Galaxy F14 5G)হতে পারে। BIS database- এ স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি ফোনের মডেল নম্বর SM-M146B/DS। স্যামসাংয়ের আর একটি ফোন গ্যালাক্সি এফ১৪ ৫জি- র মডেল নম্বর SM-E146B/DS।
আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে দামি ফোন রয়েছে নীতা অম্বানির কাছে, দাম শুনলে চমকে যাবেন