Nothing Phone 1 Launch Live Streaming: ১২ জুলাই, আজই লঞ্চ হবে নাথিং ফোন ১, কোথায়-কীভাবে দেখবেন, জেনে নিন
Nothing Phone 1: ১২ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে নাথিং ফোন ১ সেমি-ট্রান্সপারেন্ট স্মার্টফোন।
Nothing Phone 1: জুলাই মাসে ভারতে যেসব ৫জি ফোন (5G Phone) লঞ্চ হবে তার মধ্যে সবচেয়ে বেশি হইচই হচ্ছে নাথিং ফোন ১ (Nothing Phone 1) নিয়ে। ১২ জুলাই এই ফোন ভারতে লঞ্চ হবে। সংস্থার (Nothing) অফিশিয়াল ইউটিউব (YouTube) চ্যানেল এবং ওয়েবসাইটে (Website) এই ফোন লঞ্চের লাইভ ইভেন্ট দেখা যাবে। ভারতীয় সময় সন্ধে সাড়ে আটটা নাগাদ (৮টা ৩০ মিনিট) এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। নাথিং ফোন ১- এ দুটো রেয়ার ক্যামেরা সেনসর (Rear Camera Sensor) থাকবে বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, এই ফোনের সঙ্গে তার বাক্সে সম্ভবত চার্জার (Charger) থাকবে না। নাথিং ফোন ১ – এর দাম ভারতে ৩০ থেজে ৩৩ হাজার টাকার মধ্যে হবে বলে শোনা গিয়েছে।
এই ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেনসর থাকবে। এই প্রাইমারি ক্যামেরা সেনসর ছাড়াও থাকবে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর যেখানে ১১৪ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। এছাড়াও এই ফোনের ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন এবং ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকবে। কালো এবং সাদা রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ফোনের ব্যাক প্যানেল হবে সেমি-ট্রান্সপারেন্ট। সেখানে আলো জ্বলার সাপোর্ট থাকবে। নাথিং ফোন ১ ভারতে কোন কোন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হবে তা জানা যায়নি।
এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও নাথিং ফোন ১, ফোনে অ্যান্ড্রয়েড ১২ সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৬.৫৫ ইঞ্চির OLED ডিসপ্লে। এর উপর সুরক্ষার জন্য থাকতে পারে গোরিলা গ্লাস প্রোটেকশন। এই ফোনে স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত ফোনের সঠিক দাম জানা যায়নি। এমনকি যেসমস্ত ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে সেগুলোও বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে। লঞ্চের পর এই ফোন কতটা সাড়া জাগায় সেটাই এখন দেখার।
আরও পড়ুন- ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এম১৩ সিরিজের দুটো ফোন, কবে লঞ্চ হবে?