Samsung Galaxy M13 Series: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এম১৩ সিরিজের দুটো ফোন, কবে লঞ্চ হবে?
Samsung Smartphone: ভারতে স্যামসাং গ্যালাক্সি এম১৩ সিরিজের ৪জি ও ৫জি, দুটো মডেলই লঞ্চ হতে চলেছে আগামী ১৪ জুলাই।
Samsung Galaxy M13 Series: স্যামসাং (Smausng) সংস্থা জানিয়েছে তাদের গ্যালাক্সি এম১৩ সিরিজের (Galaxy M13 Series) দুটো ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ১৪ জুলাই। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের গ্যালাক্সি এম১৩ ৪জি (Samsung Galaxy M13 4G) এবং গ্যালাক্সি এম১৩ ৫জি (Samsung Galaxy M13 5G) ফোন লঞ্চ হবে ভারতে। দুটো ফোনই কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India) থেকে। আপাতত দেশে আনুষ্ঠানিক লঞ্চের আগে স্যামসাং গ্যালাক্সি এম১৩ সিরিজের এই দুই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশনগুলো একঝলকে দেখে নেওয়া যাক।
স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি, একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর, ১২ জিবি সর্বোচ্চ র্যাম থাকতে পারে। দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে এই ফোনে। তাছাড়াও থাকতে পারে ৬.৫ ইঞ্চির IPS LCD HD+ ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হতে পারে ৬০ হার্টজ।.
স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৪জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর থাকারও সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একটি Exynos ৮৫০ সেনসর থাকতে পারে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৪জি ফোন ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। এই ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৬.৬ ইঞ্চির IPS LCD HD+ ডিসপ্লে থাকতে পারে।
আরও পড়ুন- আইফোন ১২- র মতো ফিচার নিয়ে হাজির শাওমি ১২ লাইট, জেনে নিন সবিস্তারে