Nothing Smartphone: ভারতে নাথিং ফোন (২এ) মডেলের দাম কত হতে পারে? এই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?
Nothing Phone (2a): নতুন ফোন ছাড়াও নাথিং সংস্থা CMF Buds এবং CMF Neckband Pro- ভারতে লঞ্চের কথা বলেছে। তবে এই দুই CMF প্রোডাক্ট ভারতে কবে লঞ্চ হবে সেই ব্যাপারে কিছু জানা যায়নি।
![Nothing Smartphone: ভারতে নাথিং ফোন (২এ) মডেলের দাম কত হতে পারে? এই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে? Nothing Phone 2a launch confirmed Expected India price and specifications Nothing Smartphone: ভারতে নাথিং ফোন (২এ) মডেলের দাম কত হতে পারে? এই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/01/cc3a893352ac7891143753ac1e496e171706774683739402_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Nothing Smartphone: নাথিং ফোন (২এ) খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোন যে লঞ্চ হবে সেকথা আগেই শোনা গিয়েছিল। এবার নিশ্চিত ভাবে জানা গিয়েছে নাথিং ফোন (২এ)- এর লঞ্চের খবর। যদিও নাথিং ফোন (২এ) কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে এই ফোন যে লঞ্চ হবে এবং তা খুব অল্পদিনের মধ্যেই, সেই আভাস পাওয়া গিয়েছে। ভারতেও লঞ্চ হবে নাথিং ফোন (২এ)। নতুন ফোন ছাড়াও নাথিং সংস্থা CMF Buds এবং CMF Neckband Pro- ভারতে লঞ্চের কথা বলেছে। তবে এই দুই CMF প্রোডাক্ট ভারতে কবে লঞ্চ হবে সেই ব্যাপারে কিছু জানা যায়নি।
নাথিং ফোন (২এ) মডেলে অরিজিনাল নাথিং ফোন (২)- এর মতো বেশ কিছু ফিচার থাকবে, এমনটাই শোনা গিয়েছে। তবে যেহেতু নাথিং ফোন(২)- এর তুলনায় কিছুটা টোন ডাউন মডেল হিসেবে নাথিং ফোন (২এ) লঞ্চ হতে চলেছে তাই এই ডিভাইসের দামও নাথিং ফোন (২)- এর থেকে কিছুটা কম হবে বলে অনুমান। ভারতে নাথিং ফোন (২) লঞ্চ হয়েছিল ৪৪,৯৯৯ টাকায়। তাই প্রাথিমক স্তরে অনুমান নাথিং ফোন (২এ) মডেলের দাম ৪০ হাজার টাকার কম হতে পারে। অনেকেই আবার বলছেন, এই ফোনের দাম ৩৫ হাজার টাকার কম হতে পারে। কারণ এখন নাথিং ফোন (২) ৩৬,৯৯৯ টাকায় কেনা যাবে ভারতে।
নাথিং ফোন (২এ) সম্পর্কে সম্ভাব্য কী কী তথ্য জানা গিয়েছে
- এই ফোনে একটি OLED ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে।
- নাথিং ফোন (২এ) মডেলে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
- লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সফটওয়ারের সাপোর্টে পরিচালিত হতে পারে নাথিং ফোন (২এ) মডেল। নাথিং ফোন ১ এবং নাথিং ফোন ২- এর মতোই নাথিং ফোন (২এ) মডেলেও ব্যাক প্যানেলে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ডিজাইন থাকার কথা রয়েছে।
- এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের একটি সেনসর থাকার কথা রয়েছে। বাকি ক্যামেরা সেনসর সম্পর্কে বিশেষ কিছু তথ্য এখনও জানা যায়নি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)