Nothing Smartphones: নতুন ডিভাইস লঞ্চের তোড়জোড় করছে নাথিং সংস্থা, এবার কী লঞ্চের সম্ভাবনা রয়েছে?
Nothing Phone 3: এর আগে নাথিং ফোন ২এ লঞ্চের আগেও একবার শোনা গিয়েছিল হয়তো নাথিং ফোন ৩ লঞ্চ হবে। তবে সেই সময় নাথিং ফোন ৩ লঞ্চ হয়নি। তাই এবার নাথিং ফোন ৩ লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে।
Nothing Smartphones: নাথিং সংস্থা খুব তাড়াতাড়ি তাদের পরবর্তী প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে বলে শোনা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নাথিং সংস্থার সিইও কার্ল পেয়ি আসন্ন একটি লঞ্চ ইভেন্টের টিজার দেওয়াও শুরু করে দিয়েছেন। যদিও নাথিং কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। তবে অনুমান নাথিং ফোন ৩ হয়তো এবার আত্মপ্রকাশ করবে। আর অন্যান্য বারের মতো এই ফোন ভারতেও লঞ্চ হবে বলে আশাবাদী প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ। অনুমান, নাথিং ফোন ২ (Nothing Phone 2) মডেলের সাকসেসর হিসেবে এবার নাথিং ফোন ৩ (Nothing Phone 3) হয়তো লঞ্চ করতে চলেছে সংস্থা। হয়তো নাথিং সংস্থার নতুন ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে নাথিং ফোন ২ ভারতে লঞ্চ হয়েছিল। এর আগে নাথিং ফোন ২এ (Nothing Phone 2a) লঞ্চের আগেও একবার শোনা গিয়েছিল হয়তো নাথিং ফোন ৩ লঞ্চ হবে। তবে সেই সময় নাথিং ফোন ৩ লঞ্চ হয়নি। তাই এবার নাথিং ফোন ৩ লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। এতদিনে নাথিং সংস্থা নাথিং ফোন ১, নাথিং ফোন ২ এবং নাথিং ফোন ২এ লঞ্চ করেছে ভারতে।
নাথিং ফোন ৩- এর পাশাপাশি CMF Phone 1 লঞ্চের কথাও শোনা যাচ্ছে। CMF আসলে নাথিং সংস্থারই সাব-ব্র্যান্ড। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের অনুমান CMF Phone 1 ভারতে লঞ্চ হতে পারে নাথিং ফোন ২এ মডেলের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে।
সম্প্রতি নাথিং ফোন ২এ- এর একটি নতুন ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে ভারতে
ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশন। এই ফোনের ডিজাইনে রয়েছে লাল, হলুদ এবং নীল রঙের ছোঁয়া। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশন। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ভারতে এই ফোন উপলব্ধ হবে। নতুন ডিজাইন ছাড়া আর বিশেষ কিছু পরিবর্তন হয়নি নাথিং সংস্থার এই ফোনে। আগে লঞ্চ হওয়া নাথিং ফোন ২এ মডেলের মতোই হার্ডওয়্যার স্পেসিফিকেশন রয়েছে নাথিং ফোন ২এ মডেলের স্পেশ্যাল এডিশনে।
আরও পড়ুন- ভারতে আসছে রিয়েলমি জিটি ৬ ফোন, অবশেষে প্রকাশ্যে লঞ্চের দিনক্ষণ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।