OnePlus 11R Solar Red Edition: নতুন র্যাম-স্টোরেজ নিয়ে ভারতে আসছে ওয়ানপ্লাস ১১আর সোলার রেড এডিশন, দাম কত? কী কী অফার পাবেন?
OnePlus Smartphones: এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১০০ ওয়াটের SUPERVOOC চার্জিং সাপোর্ট থাকতে পারে। ওয়ানপ্লাসের দাবি, শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে এই ফোনে সময় লাগবে মাত্র ২৫ মিনিট।
OnePlus 11R Solar Red Edition: ওয়ানপ্লাস (OnePlus Smartphones) সংস্থা ভারতে লঞ্চ করতে চলেছে ওয়ানপ্লাস ১১আর সোলার রেড এডিশন (OnePlus 11R Solar Red Edition) ফোনের একটি নতুন ভ্যারিয়েন্ট। জানা গিয়েছে ওয়ানপ্লাস ১১আর সোলার রেড এডিশনের (OnePlus 11R Solar Red Edition) এই ফোন এবার ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হবে। ওয়ানপ্লাস সংস্থা তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে এই ফোনের লঞ্চ সম্পর্কে নিশ্চিত করেছে।
ওয়ানপ্লাস ১১আর সোলার রেড এডিশনের দাম কত হতে পারে
বর্তমানে ওয়ানপ্লাস ১২আর ফোনের দাম ভারতে ৩৯,৯৯৯ টাকা। আর ওয়ানপ্লাস ১১আর ফোনের দাম ৩২,৯৯৯ টাকা। শোনা যাচ্ছে, সোলার রেড এডিশন ফোনের দাম ওয়ানপ্লাস ১১আর মডেলের থেকে কিছুটা বেশি এবং ওয়ানপ্লাস ১২আর ফোনের তুলনায় কিছুটা কম হবে। তবে নিশ্চিত দাম সম্পর্কে ফোন লঞ্চের দিনই জানা যাবে। এই ফোনের জন্য থাকছে প্রি-বুকিংয়ের ব্যবস্থা। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার মাধ্যমে প্রি-বুকিং করতে পারবেন আগ্রহীরা। ৯৯৯ টাকার বিনিময়ে ওয়ানপ্লাস ১১আর সোলার রেড এডিশন ফোনের জন্য প্রি-বুকিং করা যাবে। ইতিমধ্যেই ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে এই প্রি-বুকিং প্রক্রিয়া চালু হয়ে গিয়েছে। এই প্রি-বুকিংয়ের টাকা অর্থাৎ ৯৯৯ টাকা ইউজারদের অ্যামাজন পে ব্যালেন্সে ক্রেডিট হয়ে যাবে।
কী কী অফার থাকছে ওয়ানপ্লাসের এই স্পেশ্যাল এডিশন ফোনের জন্য
অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে তাদের তরফে ১২৫০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট রয়েছে আইসিআইসিআই, এইচডিএফসি এই দুই ব্যাঙ্ক এবং ওয়ানকার্ডের ক্ষেত্রে। তার ফলে ওয়ানপ্লাস ১১আর সোলার রেড এডিশন ফোনের দাম আরও কমবে। এর পাশাপাশি ক্রেতারা ৬ মাসের জন্য নো-কস্ট ইএমআই- এর সুবিধা পাবেন।
এবার দেখে নেওয়া যাক ওয়ানপ্লাস ১১আর সোলার রেড ভার্সানে কী কী ফিচার থাকতে চলেছে
- এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর থাকতে চলেছে।
- এছাড়াও ৬.৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে এই ফোনে থাকবে বলে শোনা যাচ্ছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- ফোনের ব্যাক প্যানেলে রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে চলেছে।
- ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১০০ ওয়াটের SUPERVOOC চার্জিং সাপোর্ট থাকতে পারে। ওয়ানপ্লাসের দাবি, শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হতে এই ফোনে সময় লাগবে মাত্র ২৫ মিনিট।
আরও পড়ুন- কেমন হবে ভিভো ভি৩০ই ফোনের ক্যামেরা ফিচার, ডিসপ্লেতেই বা কী কী ফিচার থাকতে পারে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।