OnePlus 9 Launch: লঞ্চ হওয়ার আগেই জেনে নিন ওয়ান প্লাস ৯ সিরিজের দাম
আজই বাজারে আসছে ওয়ান প্লাস ৯ সিরিজ। সন্ধে সাড়ে ৭টা নাগাদ লঞ্চ করবে সংস্থা। তার আগেই জানা গেল ফোনের দাম, রঙ।
কলকাতা: আজই বাজারে আসছে ওয়ান প্লাস ৯ সিরিজ। সন্ধে সাড়ে ৭টা নাগাদ লঞ্চ করবে সংস্থা। তার আগেই জানা গেল ফোনের দাম, রঙ। ওই অনুষ্ঠানে ওয়ান প্লাস ৯ সিরিজের তিনটি ফোন উদ্বোধন করার কথা। যার মধ্য়ে আছে ওয়ান প্লাস ৯ (OnePlus 9), ওয়ান প্লাস ৯ প্রো (OnePlus 9 Pro), ওয়ান প্লাস ৯আর( OnePlus 9R)।
ওয়ান প্লাস ৯ (OnePlus 9) ফোনের দাম ৪৯ হাজার ৯৯৯। ওয়ান প্লাস ৯ প্রো (OnePlus 9 Pro) এর দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা। ওয়ান প্লাস ৯আর( OnePlus 9R) ৩৯ হাজার ৯৯৯ টাকা।
ওয়ান প্লাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়ান প্লাস ৯ –এ দুধরনের ফিচার আছে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ৫৪ হাজার ৯৯৯ টাকা। আকাশি, কালোর মতো একাধিক রঙে পাওয়া যাবে এই জামা।
ওয়ান প্লাস ৯ প্রো (OnePlus 9 Pro) ফোনের দাম ৬৪ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ আছে ওই ফোনে। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ৬৯ হাজার ৯৯৯ টাকা। সবুজ, কালোর একাধিক রঙে পাওয়া যাবে এই ফোন।
ওয়ান প্লাস ৯আর( OnePlus 9R) এর দাম তুলনায় অনেক কম। যার দাম ৩৯ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ আছে এই ফোনে। ফোনে। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা।
উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে বাজারে আসে ওয়ান প্লাস ৮ (OnePlus 8) সিরিজের ফোন। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ছিল ৪১ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ছিল ৪৪ হাজার ৯৯৯ টাকা। ওয়ান প্লাস ৮ প্রো (OnePlus 8 Pro) ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবির ফোনের দাম রাখা হয় ৫৪ হাজার ৯৯৯ টাকা।