OnePlus Series Update: OnePlus 9T নিয়ে জোর জল্পনা, কেন চর্চায় ফোন ?
২০১৬ সাল থেকে চলছিল এই প্রথা। ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনার কয়েক মাস পরই আসছিল তার 'টি' ভ্যারিয়েন্ট। টিপস্টার ম্যাক্স জ্যামবোরের ট্যুইট বলছে, নতুন করে OnePlus 9-এর 'টি' ভ্যারিয়েন্ট আনবে না কোম্পানি।
নয়াদিল্লি: পুরোনো প্রথা ভাঙতে চলেছে ওয়ানপ্লাস। টেক ব্লগারদের খবর সত্যি হলে, চলতি বছরে বাজারে আসছে না OnePlus 9T। এই প্রথমবার ফ্ল্যাগশিপ ফোনের 'টি' ভ্যারিয়েন্ট আনবে না কোম্পানি।
২০১৬ সাল থেকে চলছিল এই প্রথা। ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনার কয়েক মাস পরই আসছিল তার 'টি' ভ্যারিয়েন্ট। টিপস্টার ম্যাক্স জ্যামবোরের ট্যুইট বলছে, নতুন করে OnePlus 9-এর 'টি' ভ্যারিয়েন্ট আনবে না চিনা কোম্পানি। এখানেই শেষ নয়। বাজারে আসবে না OnePlus 9T Pro। সম্প্রতি ওয়ানপ্লাসের নতুন সিদ্ধান্তের বিষয়ে ট্যুইট করেন জ্যামবোর। টিপস্টারের অতীত বলছে, অপ্রকাশিত ডিভাইসের ক্ষেত্রে নিখুঁত খবর দেন জ্যামবোর। স্বাভাবিকভাবেই তাঁর এই ট্যুইট হতাশ করেছে ক্রেতাদের।
সম্প্রতি OnePlus 9T-র আত্মপ্রকাশ নিয়ে জোর চর্চা শুরু হয়। টেক সাইটগুলি জানায়, ২০২১-এর শেষের দিকে লঞ্চ করবে এই ফোন।যাতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেবে কোম্পানি। কালার অপারেটিং সিস্টেম ১১-এ চলবে এই ফোন। ডিসপ্লের ক্ষেত্রে দেওয়া হবে এলটিপিও ফুল এইচডি অ্যামোলেড স্ক্রিন। যা সাধারণ অ্যামোলেডের থেকে আরও উজ্জ্বল হবে। এখানেই শেষ হচ্ছে না মোবাইলের স্পেসিফিকেশন। ১২০ হার্টজের রিফ্রেস রেট দেওয়া হতে পারে ফোনে। একেবারে গেমারদের জন্য আদর্শ হতে চলেছে এই মোবাইল।
কোম্পানির অতীতের রেকর্ড বলছে, OnePlus 9-এর আগেও 'টি' ভ্যরিয়েন্ট এনেছিল ওয়ানপ্লাস।সেবার OnePlus 8T এনেছিল কোম্পানি। যদিও এর প্রো ভ্যারিয়েন্ট আনেনি ওয়ানপ্লাস। কোম্পানির তরফ জানানো হয়েছিল, ফ্ল্যাগশিপ আপগ্রেডশনের সব ফিচারই দেওয়া হয়েছে নতুন মডেলে। তাই নতুন করে প্রো ভ্যারিয়েন্ট আনবে না কোম্পানি।
কোম্পানি সূত্রে খবর, পর্যাপ্ত চিপসেটের অভাবের কারণেই OnePlus 9T আনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে চিনা কোম্পানি। মোবাইল আপগ্রেডের পরিবর্তে নতুন ফ্ল্যাগশিপ ফোনে সেই চিপসেট ব্যবহার করতে চাইছে ওয়ানপ্লাস। বিশ্বে চিপ সেটের অভাবের ফলেই এই সমস্যা তৈরি হয়েছে।তবে এতকিছুর পরও বিষয়টি নিয়ে মুখে খোলেনি ওয়ানপ্লাস।আপাতত নতুন ফ্ল্যাগশিপ ফোনের বিষয়ে ভাবছে তারা।