OnePlus Buds Pro 2: ভারতে হাজির ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস 'বাডস প্রো ২', চার্জ থাকবে প্রায় ৩৯ ঘণ্টা, দাম কত?
OnePlus Earbuds: ওয়ানপ্লাস বাডস প্রো ২- এর দাম ১১,৯৯৯ টাকা। Arbor Green এবং Obsidian Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস। ১৪ ফেব্রুয়ারি থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে।
OnePlus Buds Pro 2: ওয়ানপ্লাসের ক্লাউড ১১ (OnePlus Cloud 11) ইভেন্টে একগুচ্ছ প্রোডাক্ট লঞ্চ হয়েছে। তার মধ্যে রয়েছে নতুন ইয়ারবাডস ওয়ানপ্লাস বাডস প্রো ২ (OnePlus Buds Pro 2)। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earphone) ইয়ারফোন। চার্জিং কেস সমেত এই ইয়ারবাডসে প্রায় ৩৯ ঘণ্টা পর্যন্ত বজায় থাকবে চার্জ। জানা গিয়েছে, ভারতের জন্য ওয়ানপ্লাস বাডস প্রো ২আর- এই স্পেশ্যাল ইয়ারবাডসের ঘোষণাও করেছে সংস্থা।
ভারতে ওয়ানপ্লাস বাডস প্রো ২- এর দাম
ওয়ানপ্লাস বাডস প্রো ২- এর দাম ১১,৯৯৯ টাকা। Arbor Green এবং Obsidian Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস। ১৪ ফেব্রুয়ারি থেকে এই ইয়ারবাডসের বিক্রি শুরু হবে। ওয়ানপ্লাস ইন্ডিয়ার অফিশিয়াল সাইট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ এবং নির্দিষ্ট কিছু জায়গায়। ওয়ানপ্লাস বাডস প্রো ২আর ইয়ারবাডসের দাম হতে চলেছে ৯৯৯৯ টাকা। শোনা যাচ্ছে, মার্চ মাস থেকে এই ইয়ারবাডস কেনা যাবে।
ওয়ানপ্লাস বাডস প্রো ২- এর বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ইয়ারবাডসে রয়েছে অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। আশপাশের আওয়াজ প্রায় ৪৮ ডেসিবেল পর্যন্ত কমাতে পারে এই ফিচার।
- প্রতিটি ইয়ারবাডসে প্রায় ৯ ঘণ্টা পর্যন্ত বজায় থাকতে পারে ব্যাটারি লাইফ। ওয়ানপ্লাস সংস্থার দাবি তাদের প্রোডাক্ট ওয়ানপ্লাস বাডস প্রো ২- এর ক্ষেত্রে অ্যাডাপ্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু থাকলে প্রায় ২৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকতে পারে। আর এই ফিচার অফ থাকলে প্রায় ৩৯ ঘণ্টা পর্যন্ত বজায় থাকতে পারে চার্জ।
- ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে এই ইয়ারবাডসে। এখানে ফার্স্ট পেয়ার ফিচার এবং ডুয়াল কানেকশন সাপোর্ট রয়েছে। ১০ মিটার রেঞ্জ পর্যন্ত ওয়্যারলেস রেঞ্জ বজায় থাকবে।
- ওয়ানপ্লাস বাডস প্রো ২ ইয়ারবাডস একটি IP55 রেটিং প্রাপ্ত ডাস্ট এবং ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস।
Oppo Earbuds: ওপ্পো এনকো এয়ার ৩ (Oppo Enco Air 3) ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। ওপ্পোর নতুন ইয়ারয়াবাডস লঞ্চ হয়েছে ওপ্পো এনকো এয়ার ২ (Oppo Enco Air 2)- এর সাকসেসর মডেল হিসেবে। গত বছর মার্চ মাসে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছিল ভারতে। নতুন লঞ্চ হওয়া ওপ্পো এনকো এয়ার ৩ ইয়ারবাডস একটি IP54 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ইয়ারবাডসে প্রায় ২৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে মাত্র একবার পুরো চার্জ দিলে। এই ইয়ারবাডসের সঙ্গে রয়েছে একটি ট্রান্সপারেন্ট ঢাকনা সমেত চার্জিং কেস। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ওপ্পো এনকো এয়ার বাডস ৩- এর বিক্রি শুরু হবে ভারতে। এই ইয়ারবাডসের দাম ২৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, অ্যামাজন এবং ওপ্পো স্টোর ও অন্যান্য পার্টনার স্টোর থেকে এই ইয়ারবাডস কেনা যাবে।