OnePlus Nord 3: ভারতে আসতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ৩ ফোন, কবে লঞ্চ হতে পারে?
OnePlus Smartphone: সূত্রের খবর, এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর। এর সঙ্গে ১৬ জিবি র্যাম যুক্ত থাকতে পারে।
OnePlus Nord 3: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ফোন। এবার লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ৩ (OePlus Nord 3)। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে সূত্রের খবর, হয়তো জুলাই মাসে ওয়ানপ্লাস নর্ড ৩ লঞ্চ হতে পারে ভারতে। এই ফোন লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ২টি ৫জি ফোনের সাকসেসর হিসেবে। গতবছর মাঝামাঝি রেঞ্জের ফোন হিসেবে এই মডেল ভারতে লঞ্চ হয়েছিল। ওয়ানপ্লাস সংস্থা এই ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করেনি। সূত্রের খবর, এই ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর। এর সঙ্গে ১৬ জিবি র্যাম যুক্ত থাকতে পারে।
Vivo Y27 4G: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন। ভিভো ওয়াই সিরিজের (Vivo Y Series) এই ফোন ভারতের পাশাপাশি একই সময়ে গ্লোবাল মার্কেটেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এক টিপস্টার জানিয়েছে ভিভোর এই ফোন দুটো র্যাম এবং দুটো স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে। এখনও ভিভো ওয়াই ২৭ ৪জি ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। শোনা যাচ্ছে, ভারতে এবং গ্লোবাল মার্কেটে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন তিনটি রঙে লঞ্চ হতে পারে। এই ফোনের সম্ভাব্য দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। জনপ্রিয় টিপস্টার পারস গগলানি ট্যুইটে জানিয়েছেন, ভিভো ওয়াই২৭ ৪জি ফোন এবছর জুলাই মাসের শেষে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে। কালো, গাঢ় লাল এবং সবুজ রঙে এই ফোন লঞ্চ হতে পারে। ভারতে ওই একই সময়ে ভিভো ওয়াই সিরিজের এই ফোন লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, ভারতে ভিভো ওয়াই২৭ ৪জি ফোনের দাম ১৬ হাজার টাকার কাছাকাছি হতে পারে। ৪ জিবি এবং ৬ জিবি র্যাম, ৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ভিভো ওয়াই২৭ ৪জি ফোন।
Oppo Reno 10 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ১০ সিরিজ (Oppo Reno 10 Series)। শোনা যাচ্ছে, জুলাই মাসের মাঝামাঝি সময়ে ওপ্পো রেনো ১০ সিরিজ লঞ্চ হতে পারে। যদিও নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। এবছর মে মাসে চিনে লঞ্চ হয়েছিল। এবার আসছে ভারতে। ওপ্পো রেনো ১০ সিরিজে লঞ্চ হতে পারে ওপ্পো রেনো ১০, ওপ্পো রেনো ১০ প্রো এবং ওপ্পো রেনো ১০ প্রো প্লাস। বলা হচ্ছে, এই ফোনগুলির চিনের ভ্যারিয়েন্টে যে ধরনের প্রসেসর দেখা গিয়েছে তার থেকে আলাদা প্রসেসর থাকতে চলেছে ভারতীয় ভ্যারিয়েন্টে। ডিজাইনের দিক থেকে দুই ফোন একই রকমের হলেও, ফারাক থাকতে পারে ক্যামেরা মডিউলে।
আরও পড়ুন- চুলের স্বাস্থ্যের জন্য ঠিক কতটা প্রয়োজন ক্যাস্টর অয়েল? কীভাবে চুলের খেয়াল রাখে এই তেল?