OnePlus Nord Earbuds: ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাডস হাজির ভারতে, একসঙ্গে যুক্ত করা যাবে দুই ডিভাইসে
OnePlus Nord Buds 3r: ভারতে ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ইয়ারবাডসের দাম ১৭৯৯ টাকা। নির্দিষ্ট সময় পর্যন্ত এই ইয়ারবাডস কেনা যাবে ১৫৯৯ টাকায়। অর্থাৎ ২০০০ টাকা ছাড় থাকছে।

OnePlus Nord Earbuds: ওয়ানপ্লাস সংস্থা তাদের নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে ভারতে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস। ওয়ানপ্লাসের এই ইয়ারবাডসের নাম ওয়ানপ্লাস নর্ড বাডস ৩আর। একবার পুরো চার্জ দিলে, এই ইয়ারবাডসে চার্জ থাকবে প্রায় ৫৪ ঘণ্টা পর্যন্ত, চার্জিং কেস সমেত। ওয়ানপ্লাসের এই ইয়ারবাডস একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ওয়ানপ্লাস নর্ড বাডস ৩আর - এই ইয়ারবাডসি জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না। ১২.৪ মিলিমিটারের টাইটেনিয়াম ডায়নামিক ড্রাইভার রয়েছে এই ইয়ারবাডসে। এছাড়াও রয়েছে AI যুক্ত কল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এই ইয়ারবাডসে ডুয়াল কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসে সংযুক্ত করা যাবে। রিয়েল টাইম AI ট্রান্সলেশন, ৩৬০ ডিগ্রি ওয়ান প্লাস থ্রিডি অডিও এবং ফাইন্ড মাই ইয়ারবাডস- এইসব ফিচারের সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩আর মডেলে।
ওয়ানপ্লাস নর্ড বাডস ৩আর- এর দাম কত? কোথা থেকে কেনা যাবে?
ভারতে ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ইয়ারবাডসের দাম ১৭৯৯ টাকা। নির্দিষ্ট সময় পর্যন্ত এই ইয়ারবাডস কেনা যাবে ১৫৯৯ টাকায়। অর্থাৎ ২০০০ টাকা ছাড় থাকছে। Aura Blue এবং Ash Black - এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড নাডস ৩আর - এই ইয়ারবাডসটি। ৮ সেপ্টেম্বর থেকে এই ডিভাইসের বিক্রি শুরু হতে চলেছে। কেনা যাবে ওয়ানপ্লাস ইন্ডিয়া ই-স্টোর, ওয়ানপ্লাস স্টোর অ্যাপ, ওয়ানপ্লাস এক্সপিরিয়েন্স স্টোর, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, ক্রোমা, রিলায়েন্স, বিজয় সেলস, বাজাজ ইলেকট্রনিক্স এবং অন্যান্য নির্দিষ্ট রিটেল স্টোর থেকে।
ওয়ানপ্লাস নর্ড বাডস ৩আর - এই ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে
- ১২.৪ মিলিমিটারের টাইটেনিয়াম কোটেড ডায়নামিক ড্রাইভার্স রয়েছে এই ইয়ারবাডসে। ডুয়াল মাইক সেটআপ রয়েছে এই ইয়ারবাডসে।
- এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। তার ফলে কথা বলার সময় স্পষ্ট আওয়াজ শোনা যাবে।
- ব্লুটুথ ৫.৪ এবং গুগল ফাস্ট পেয়ার- ২ ধরনের কানেক্টিভিটি অপশন রয়েছে ওয়ানপ্লাস নর্ড বাডস ৩আর এই ইয়ারবাডসে।
- ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি সাপোর্ট হয়েছে এই ইয়ারবাডসে। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসে এই ইয়ারবাডস সংযুক্ত করা যাবে।
ভারতে ওয়ানপ্লাসের ফোনের মতোই এই সংস্থার ইয়ারবাডসও যথেষ্ট জনপ্রিয়। আর তাই দেশে ব্যবসা বাড়ানোর জন্য ওয়ানপ্লাস সংস্থা এবার তাদের নর্ড সিরিজের একটি ইয়ারবাডস লঞ্চ করেছে।























