OnePlus Nord CE 4: ভারতে হাজির ওয়ানপ্লাস নর্ড সিই ৪, দাম কত এই ফোনের? কী কী ফিচার রয়েছে?
OnePlus Nord Series Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে।
OnePlus Nord CE 4: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাস নর্ড সিই ৪ (OnePlus Nord CE 4) ফোন। দেশে এই ফোন লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ (OnePlus Nord CE 3) ফোনের সাকসেসর মডেল হিসেবে। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series Phone) নতুন ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। এছাড়াও রয়েছে ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এই ফোন পরিচালিত হবে OxygenOS 14- এর সাহায্যে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫৫০০ এমএএইচ ব্যাটারি।
ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে লঞ্চ হয়েছে
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২৬,৯৯৯ টাকা। Dark Chrome এবং Celadon Marble- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন। ওয়ানপ্লাসের অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে আগামী ৪ এপ্রিল দুপুর ১২টা থেকে।
ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে
- এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে। এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৪ এবং OxygenOS 14- এর সাহায্যে। এই ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এটি একটি Sony LYT600 সেনসর এবং এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ৮ মেগাপিক্সেলের Sony IMX355 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেনসর। এর সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশও রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ওয়ানপ্লাস সংস্থার দাবি তাদের নর্ড সিরিজের এই নতুন ফোনে মাত্র ১৫ মিনিট চার্জ দিলেই সারাদিন ফোনের ব্যাটারি ভালভাবে চালু থাকবে। আর ১ থেকে ১০০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ২৯ মিনিট।
আরও পডুন- ভারতে নাথিং ফোন ৩- এর দাম কত হতে পারে? কেমন প্রসেসর থাকতে পারে এই ফোনে?