OnePlus Phone: ভারতে আসছে ওয়ানপ্লাস 'নর্ড' সিরিজের নতুন ফোন, লঞ্চের আগেই জানা গেল কোন কোন তথ্য?
OnePlus Nord Series Phone: ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ফোন। অনুমান হয়তো ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ফোন ভারতে লঞ্চ হতে পারে মে মাসে।

OnePlus Phone: ভারতে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাসের নতুন ফোন। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ফোনের নাম। আর তার থেকেই অনুমান করা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। তবে ওয়ানপ্লাসের এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। যদিও আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং কিছু ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৪ সালের এপ্রিল মাসে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোন ভারতে লঞ্চ হয়েছিল। অনুমান হয়তো এর সাকসেসর মডেল ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ফোন ভারতে লঞ্চ হতে পারে মে মাসে। তবে ওয়ানপ্লাস সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।
কী কী ফিচার থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে
- ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আসন্ন ফোনে ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যেতে পারে। এটি একটি ফ্ল্যাট OLED ডিসপ্লে হতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।
- একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ চিপসেট থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ফোনে। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকতে পারে।
- ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ফোনে একটি ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে।
- এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এটি সোনি সংস্থার ক্যামেরা সেনসর হতে পারে। এর সাহায্যে ৬০ ফ্রেম পার সেকেন্ডে 4K ভিডিও রেকর্ডিং করা সম্ভব। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আরও একটি সোনি কোম্পানির ক্যামেরা সেনসর থাকতে পারে, যার সঙ্গে আবার আলট্রা ওয়াইড লেন্স যুক্ত থাকার কথা রয়েছে। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ফোনে। আর ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
জানা গিয়েছে, ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ফোনের থেকে অনেক আধুনিক ডিজাইনে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৫ ফোন।























