OnePlus 15R: ওয়ানপ্লাস ১৫ সিরিজের আরও একটি মডেল ভারতে লঞ্চ হতে পারে, কেমন হবে নতুন ফোন
OnePlus Phones: ওয়ানপ্লাস ১৩আর মডেলের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৫আর ফোন। ফিচার এবং স্পেসিফিকেশনের ক্ষেত্রে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে।

OnePlus 15R: চিনে ওয়ানপ্লাস ১৫ ফোনের সঙ্গে ওয়ানপ্লাস Ace ৬ মডেলও লঞ্চ হতে চলেছে। অনুমান করা হচ্ছে ওয়ানপ্লাস Ace ৬ ফোন গ্লোবাল মার্কেট এবং ভারতেও লঞ্চ হতে চলেছে। তবে অন্য নামে। ওয়ানপ্লাস ১৫আর নামে ভারতে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস Ace ৬ ফোন। এই ফোনে ফ্ল্যাট AMOLED স্ক্রিন থাকতে চলেছে। একটি মেটাল ফ্রেম থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে ৭৮০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। ওয়ানপ্লাস ১৫আর সম্ভবত ভারতে লঞ্চ হতে চলেছে ২ নভেম্বর। ওয়ানপ্লাস ১৩আর মডেলের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১৫আর ফোন। ফিচার এবং স্পেসিফিকেশনের ক্ষেত্রে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। ওয়ানপ্লাস Ace ৬ ফোনের সঙ্গে অবশ্য ওয়ানপ্লাস ১৫আর ফোনের ফিচারের এবং স্পেসিফিকেশনের মিল থাকবে।
ভারতে আসছে রেডমির নতুন স্মার্টফোন সিরিজ
এবার রেডমি নোট ১৫ সিরিজ লঞ্চের কথা শোনা গিয়েছে। লঞ্চ হতে পারে রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস - এই দুই ফোন। চিনে ইতিমধ্যেই এই দুই ফোন লঞ্চ হয়েছে। রেডমি নোট ১৪ সিরিজের সাকসেসর হল রেডমি নোট ১৫ সিরিজ। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল এই রেডমি নোট ১৪ সিরিজ। টিপস্টার যোগেশ ব্রার আভাস দিয়েছেন রেডমি নোট ১৫ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে আগামী বছরের শুরুতে, অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসে। দিনক্ষণ জানা যায়নি এখনও। রেডমি নোট ১৫ প্রো এবং রেডমি নোট ১৫ প্রো প্লাস - এই দুই ফোনের বিক্রি শুরু হতে পারে আগামী বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে।
লাভা 'অগ্নি' সিরিজের নতুন মডেল
নভেম্বর মাসে ভারতে আসছে লাভা- র নতুন ফোন। এবার লঞ্চ হবে লাভা অগ্নি ৪ মডেল। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। তার থেকেই অনুমান, লাভা অগ্নি ৪ ভারতে লঞ্চ হতে আর হয়তো বেশি দেরি নেই। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। লাভা অগ্নি ৩ লঞ্চ হয়েছিল গত বছর। তারই সাকসেসর মডেল হিসেবে দেশে লঞ্চ হতে চলেছে লাভা অগ্নি ৪ মডেল। ভারতে ক্রমশ চাহিদা বাড়ছে দেশীয় সংস্থার তৈরি ফোনের। আর সেই সুবাদেই ভারতের বাজারে নিজেদের ব্যবসা আরও বাড়াতে তৎপর লাভা সংস্থা।






















