Online Scam: ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নিতে হাসপাতালে ফোন, মহিলা খোয়ালেন লক্ষাধিক টাকা!
Online Fraud: অনলাইনেই হাসপাতালে নাম, ডাক্তারের খোঁজ, ফোন নম্বর সব পেয়েছিলেন তিনি। আর সেই তথ্যে ভরসা করেই ফোনও করেছিলেন। তখন ঘুণাক্ষরেও টের পাননি যে আদতে ওই ফোন নম্বর দিয়েছে হ্যাকররা।
Online Scam: অনলাইনে প্রতারণার (Online Scam) ফাঁদ দিনদিন বেড়েই চলেছে। সম্প্রতি জানা গিয়েছে, মুম্বই নিবাসী এক মহিলা হাসপাতালে ফোন করেছিলেন ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেওয়ার জন্য। আর এই ফোনকলের জেরে ১.৫ লক্ষ টাকা খোয়া গিয়েছে ওই মহিলার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, চেম্বুরের একটি হাসপাতালে ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নেওয়ার জন্য ফোন করেছিলেন ওই মহিলা। অনলাইনেই যাবতীয় তথ্য অর্থাৎ হাসপাতালে নাম, ডাক্তারের খোঁজ, ফোন নম্বর সব পেয়েছিলেন তিনি। আর সেই তথ্যে ভরসা করেই ফোনও করেছিলেন। তখন ঘুণাক্ষরেও টের পাননি যে আদতে ওই ফোন নম্বর দিয়েছে হ্যাকররা। তাদের পাতা ফাঁদেই পা দিয়েছেন ওই মহিলা। ফোনে কথা বলে হাসপাতালে ডাক্তারের কাছে অ্যাপয়েনমেন্ট নেওয়ার জন্য মোটা টাকার মাশুল গুনতে হয়েছে মহিলাকে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। সাধারণ মানুষের আবারও সতর্ক করা হয়েছে।
এই জাতীয় অনলাইন স্ক্যাম মুম্বইতে নতুন নয়
কিছুদিন আগেই অনলাইনে শিঙাড়া অর্ডার করে লক্ষাধিক টাকা খুইয়েছেন মুম্বইয়েরই এক চিকিৎসক। মুম্বইয়ের একটি প্রসিদ্ধ খাবারের দোকান থেকে ২৫ প্লেট শিঙাড়া অর্ডার করেছিলেন ওই ব্যক্তি। অনলাইনেই পেয়েছিলেন দোকানের ফোন নম্বর। সেই নম্বরে ফোন করে খাবার অর্ডার দেওয়ার পর হোয়াটসঅ্যাপে তাঁর কাছে শিঙাড়া অর্ডারের কনফার্মেশন এসেছিল। তার সঙ্গে সঙ্গে ১৫০০ টাকা আগামে পেমেন্ট করতে বলা হয়। আর এই টাকা দিতে গিয়ে ১.৪০ লক্ষ টাকা খোয়া গিয়েছে ওই চিকিৎসকের।
কীভাবে সতর্ক থাকবেন সাধারণ মানুষ
অনলাইনে প্রতারণার ফাঁদ ক্রমশ বাড়ছে। খাবার অর্ডার হোক বা শপিং, অনলাইন মাধ্যমে সতর্ক থাকা প্রয়োজন। এমনকি যেকোনও ওয়েবসাইটে ঢুকে কিছু বুক করা বা অর্ডার দেওয়া কিংবা অনলাইনে পাওয়া কোনও ফোন নম্বরে ফোন করে কোনও পরিষেবা না নেওয়াই ভাল। সতর্ক থাকার জন্য কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন।
- হোয়াটসঅ্যাপে অচেনা নম্বর থেকে লিঙ্ক এলে সেখানে ক্লিক করবেন না।
- অজানা নম্বরের ফোন রিসিভ না করাই ভাল।
- অনলাইনে যত ভাল অফারই থাকুক সব ভাল করে না জেনে বুঝে প্রলোভনে পা দেওয়া উচিত নয়।
- ফিশিং লিঙ্ক বা ম্যালওয়্যার কিংবা স্পাইওয়্যার জাতীয় লিঙ্ক থাকলে একটি ক্লিকই আপনার সর্বনাশ হওয়ার জন্য আদর্শ।
- বিভিন্ন ভাবে হ্যাকার এবং স্ক্যামাররা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেতে চাইবে। আর একটু অসতর্ক হলেই প্রতারণার ফাঁদে পড়ে যাবেন আপনি। তাই কার্ড নম্বর, পিন ইত্যাদি কোনওভাবেই শেয়ার করা যাবে না।
আরও পড়ুন- অনলাইনে শিঙাড়া অর্ডার করে মুম্বইয়ের চিকিৎসক খোয়ালেন ১.৪০ লক্ষ টাকা!