ChatGPT App For Android: অ্যান্ড্রয়েড অ্যাপ চালু করতে চলেছে ChatGPT, দুশ্চিন্তা কি বাড়ছে Google Bard- এর
ChatGPT: চ্যাটজিপিটি- র মতো গুগল বার্ড- এর কোনও মোবাইল অ্যাপ নেই। ওয়েব ভিত্তিক ইটারফেসেই চলে গুগল বার্ড।
ChatGPT App For Android: আইওএস- (iOS) এর পর এবার অ্যান্ড্রয়েড (Android) মাধ্যমেও লঞ্চ হতে চলেছে OpenAI- এর অ্যাপ ChatGPT। ইতিমধ্যেই গুগল প্লে স্টোরের (Google Play Store) তালিকায় এই অ্যাপের নাম দেখা গিয়েছে। OpenAI সংস্থাও ট্যুইটারে জানিয়েছে, আগামী সপ্তাহে ChatGPT অ্যান্ড্রয়েড অ্যাপ (Android App) উপলব্ধ হবে। গুগল প্লে স্টোরে প্রি-অর্ডার করার সুবিধাও চালু হয়ে গিয়েছে। তবে কবে থেকে ChatGPT অ্যান্ড্রয়েড অ্যাপের রোল আউট শুরু হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে গুগল প্লে স্টোরে এখন রেজিস্টার করে রাখলে অ্যাপ লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই তা উপলব্ধ হবে ইউজারদের কাছে। যাঁরা এখনও ChatGPT প্রসঙ্গে বিশদে জানেন না, তাঁদের জন্য বলা যায় ChatGPT আসলে একটি সাহায্যকারী chatbot যা আপনার প্রশ্নের উত্তর দেবে, আপনার সঙ্গে কথোপকথনে যুক্ত হবে। মে মাসে আইওএস ভার্সানে ChatGPT অ্যাপ লঞ্চ হওয়ার পর থেকেই অ্যান্ড্রয়েড অ্যাপের অপেক্ষায় ছিলেন ইউজাররা। এবার সেই অপেক্ষারই অবসান হতে চলেছে।
ChatGPT- র প্রতিদ্বন্দ্বী অ্যাপ গুগলের বার্ড
ChatGPT অ্যান্ড্রয়েড অ্যাপ লঞ্চ করার ফলে কি চিন্তা বাড়ছে গুগলের এআই চ্যাটবোট বার্ডের? কারণ চ্যাটজিপিটি- র মতো গুগল বার্ড- এর কোনও মোবাইল অ্যাপ নেই। ওয়েব ভিত্তিক ইটারফেসেই চলে গুগল বার্ড। যেহেতু চ্যাটজিপিটি অ্যান্ড্রয়েড ইউজারদের হাতে নতুন অপশন তুলে দিতে চলেছে সেক্ষেত্রে গুগল বার্ড- এর চিন্তা একটু বাড়তে চলেছে বলেই মনে করছেন প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষজ্ঞদের একাংশ।
ChatGPT- র আগেও অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপ লঞ্চ করেছে মাইক্রোসফট Bing
এবছর ফেব্রুয়ারি মাস থেকেই অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সানে উপলব্ধ রয়েছে মাইক্রোসফট Bing অ্যাপ। তবে OpenAI- এর অ্যাপ ChatGPT অ্যাপ যেভাবে জনপ্রিয়তা পেয়েছে গুগল বার্ড বা মাইক্রোসফট বিং- কোনওটাই সেই মাত্রায় জনপ্রিয় হতে পারেনি এখনও। আর তাই ChatGPT অ্যান্ড্রয়েড ভার্সানে আসছে শুনে খুশি প্রযুক্তি প্রেমীরা।
সম্প্রতি ভারতীয় আঞ্চলিক ভাষায় চালু হয়েছে গুগল বার্ড পরিষেবা
এবার থেকে ইউজাররা গুগল বার্ড AI chatbot ব্যবহার করতে পারবেন হিন্দি, তামিল, তেলুগু, বাংলা, কন্নড়, মালয়ালম, মারাঠি, গুজরাতি এবং উর্দু- এই ৯টি ভারতীয় ভাষায়। এর পাশাপাশি গুগল বার্ডের চ্যাট শেয়ার করা যাবে অন্য ইউজারের সাহায্যে। পড়াশোনার কাজে যাঁরা গুগল বার্ড ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে এই ফিচার খুবই কার্যকরী। ইউজাররা গুগল বার্ডের সঙ্গে FAQ-এর মতো একটি চ্যাট সেশনও করতে পারবেন এবং পরে তা অন্যান্যদের শেয়ার করাও যাবে। এর পাশাপাশি গুগল বার্ডের ক্ষেত্রে ইউজাররা থ্রেডস পিন করে রাখতে পারবেন, ফলে সহজে খুঁজে পাওয়া সম্ভব হবে।
আরও পড়ুন- হাড়ের গঠন হবে শক্ত-মজবুত, দৈনন্দিন জীবনে মেনে চলুন এই সহজ নিয়মগুলি