Oppo A3 Pro 5G: কেমন দেখতে হতে পারে ওপ্পো এ৩ প্রো ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?
Oppo Smartphones: ওপ্পো এ৩ প্রো ৫জি ফোন কার্ভড এবং রাউন্ডেড এজ যুক্ত একটি ডিভাইস হতে চলেছে। এর ফলে এই ফোন হাতে ধরতে সুবিধা হবে ইউজারদের।
Oppo A3 Pro 5G: ওপ্পো সংস্থার নতুন ফোন (Oppo Smartphone) লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। এবার লঞ্চ হতে চলেছে ওপ্পো এ৩ প্রো ৫জি (Oppo A3 Pro 5G) মডেল। যদিও ওপ্পো (Oppo) সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। কিন্তু ওপ্পো 'এ' সিরিজের (Oppo A Series) এই ৫জি ফোন (5G Phone) সম্পর্কে ইতিমধ্যেই বেশ কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। যেমন কেমন হবে ফোনের ডিজাইন, কী ধরনের ফিচার থাকতে পারে- এইসব নিয়ে আভাস পাওয়া গিয়েছে। ওপ্পো এ২ প্রো ৫জি (Oppo A2 Pro 5G) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওপ্পো এ৩ প্রো ৫জি ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, ওপ্পো এ২ প্রো ৫জি ফোন গত বছর অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে চিনে লঞ্চ হয়েছিল। অনুমান করা হচ্ছে, ওপ্পো এ৩ প্রো ৫জি ফোনও চিনেই প্রথমে লঞ্চ হবে। তবে তারপর এই ফোন গ্লোবাল মার্কেট এবং ভারতেও লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে এখন নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
এবার দেখে নেওয়া যাক ওপ্পো এ৩ প্রো ৫জি ফোন সম্পর্কে কী কী তথ্য প্রকাশ্যে এসেছে
- এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। দুটো ক্যামেরা সেনসরের সঙ্গে এই ক্যামেরা ইউনিটে থাকতে পারে একটি এলইডি ফ্ল্যাশ। বড় গোলাকার ক্যামেরা মডিউলে সাজানো থাকতে পারে সেনসর। ফোনের ব্যাক প্যানেলের মাঝবরাবর উপরের দিকে এই ক্যামেরা মডিউল থাকার সম্ভাবনা রয়েছে।
- ওপ্পো এ৩ প্রো ৫জি ফোনে slim bezels সমেত ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের উপরের দিকে বর্ডার বরাবর মাঝখানে থাকতে পারে হোল পাঞ্চ কাট আউট। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর যুক্ত থাকবে। ফোনের ডানদিকের অংশে থাকতে পারে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন। ওপ্পো এ৩ প্রো ৫জি ফোন কার্ভড এবং রাউন্ডেড এজ যুক্ত একটি ডিভাইস হতে চলেছে। এর ফলে এই ফোন হাতে ধরতে সুবিধা হবে ইউজারদের।
- ওপ্পোর এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। এছাড়াও ফোনের নীচের দিকের অংশে ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল এবং সিল ট্রে থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ৬.৭ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে।
উল্লিখিত যাবতীয় তথ্য প্রকাশ্যে এসেছে CAD renders- এর মাধ্যমে। ওপ্পো সংস্থা তাদের এই ফোন লঞ্চ প্রসঙ্গে এখনও কিছু ঘোষণা করেনি। কবে ওপ্পো এ৩ প্রো ৫জি ফো লঞ্চ হতে পারে তাও জানা যায়নি।
আরও পড়ুন- ভারতে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজ কবে লঞ্চ হতে পারে? রইল সম্ভাব্য ফিচার