Oppo A78 5G: নতুন বছরে ভারতে আসছে ওপ্পো 'এ' সিরিজের ফোন, কবে লঞ্চ হবে ওপ্পো এ৭৮ ৫জি?
Oppo Smartphone: ওপ্পো 'এ' সিরিজের আসন্ন ফোনে থাকতে পারে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স থাকতে পারে।
Oppo A78 5G: ওপ্পো সংস্থা ভারতে তাদের 'এ' সিরিজের ফোন (Oppo A Series Phone) লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হতে চলেছে ওপ্পো এ৭৮ ৫জি (Oppo A78 5G) ফোন। সম্ভবত চলতি মাসেই এই ফোন লঞ্চ হবে দেশে। যদিও এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে, ওপ্পো এ৭৮ ৫জি ফোন লঞ্চ হতে পারে আগামী ১৪ জানুয়ারি। ইতিমধ্যেই এই ফোনের সম্ভাব্য দাম এবং কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। ওপ্পো এ৭৭ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে ওপ্পো এ৭৮ ৫জি ফোন লঞ্চ হতে চলেছে। শোনা গিয়েছে, ওপ্পো এ৭৮ ৫জি ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর। এছাড়াও এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে এই ফোনে থাকতে পারে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ওপ্পো 'এ' সিরিজের আসন্ন ফোনে থাকতে পারে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স থাকতে পারে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ওপ্পো এ৭৮ ৫জি ফোনের দাম হতে পারে ১৮,৫০০ টাকা থেকে ১৯,০০০ টাকার মধ্যে। যদিও ওপ্পো কোম্পানি তাদের এই ফোন সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্য প্রকাশ করেনি। এমনকি আনুষ্ঠানিক ভাবে লঞ্চের দিনও জানা যায়নি।
রেডমি নোট ১২ সিরিজ
ভারতে লঞ্চ হয়েছে বহু প্রতীক্ষিত রেডমি নোট ১২ ৫জি সিরিজ। এই স্মার্টফোন সিরিজে রেডমি নোট ১২ ৫জি, রেডমি নোট ১২ প্রো ৫জি এবং রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি- এই তিনটি মডেল লঞ্চ হয়েছে। রেডমি নোট ১২ সিরিজের ফোনগুলিতে রয়েছে AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। রেডমি নোট ১২ ৫জি ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। অন্যদিকে রেডমি মোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই দুই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। রেডমি নোট ১২ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
ওয়ানপ্লাস ১১ ৫জি
২০২৩ সালের প্রথম ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ১১ ৫জি লঞ্চ হয়েছে। আপাতত চিনে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাসের এই ফোন। এই ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের AMOLED ডিসপ্লে। সেখানে আবার রয়েছে 2K রেজোলিউশন। এছাড়াও রয়েছে ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে রয়েছে নতুন কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ১৬ জিবি পর্যন্ত র্যাম, অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্ট এবং সর্বোচ্চ ৫১২ জিবি স্টোরেজ। ভারতেও লঞ্চ হবে ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ৫জি ফোন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ৭ তারিখ ভারতে আসবে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোন। ওয়ানপ্লাস ক্লাউড ১১ ইভেন্টে এই ফোন লঞ্চ হবে। সঙ্গে লঞ্চ হবে ওয়ানপ্লাস বাডস প্রো ২। ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি।
আরও পড়ূন- নতুন বছরের শুরুতেই স্যামসাংয়ের চমক, গ্যালাক্সি ফোন হাজির ৮০০০ টাকারও কমে