Oppo Enco Air 3: ভারতে নতুন ইয়ারবাডস লঞ্চ করেছে ওপ্পো, দাম কত? কী কী ফিচার রয়েছে
Earbuds: ওপ্পো এনকো এয়ার ৩- এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে।
Oppo Earbuds: ওপ্পো রেনো ৮টি ৫জি ফোনের সঙ্গেই ওপ্পো এনকো এয়ার ৩ (Oppo Enco Air 3) ইয়ারবাডস লঞ্চ হয়েছে ভারতে। ওপ্পোর নতুন ইয়ারয়াবাডস লঞ্চ হয়েছে ওপ্পো এনকো এয়ার ২ (Oppo Enco Air 2)- এর সাকসেসর মডেল হিসেবে। গতবছর মার্চ মাসে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছিল ভারতে। নতুন লঞ্চ হওয়া ওপ্পো এনকো এয়ার ৩ ইয়ারবাডস একটি IP54 রেটিং প্রাপ্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ইয়ারবাডসে প্রায় ২৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে মাত্র একবার পুরো চার্জ দিলেও। এই ইয়ারবাডসের সঙ্গে রয়েছে একটি ট্রান্সপারেন্ট ঢাকনা সমেত চার্জিং কেস। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ওপ্পো এনকো এয়ার বাডস ৩- এর বিক্রি শুরু হবে ভারতে। এই ইয়ারবাডসের দাম ২৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, অ্যামাজন এবং ওপ্পো স্টোর ও অন্যান্য পার্টনার স্টোর থেকে এই ইয়ারবাডস কেনা যাবে।
ওপ্পো এনকো এয়ার ৩ ইয়ারবাডসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ইয়ারবাডসে রয়েছে ১৩.৪ মিলিমিটার ড্রাইভার্স। গেম খেলার জন্য এই ইয়ারবাডস উপযুক্ত। এখানে রয়েছে লাইভ অডিও সাপোর্ট, ডিপ নয়েজ ক্যানসেলেশন, লো ল্যাটেন্সি রেট- এইসব ফিচার। ব্লুটুথ ভি৫.৩ সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে।
- এই ইয়ারবাডসে একবার চার্জ দিলে ৬ ঘণ্টা পর্যন্ত (চার্জিং কেস ছাড়া) ব্যাটারি লাইফ বজায় থাকবে। অন্যদিকে, চার্জিং কেস সমেত ব্যাটারি লাইফ বজায় থাকবে প্রায় ২৫ ঘণ্টা পর্যন্ত। ইয়ারবাডসে রয়েছে ২৭ এমএএইচ এবং চার্জিং কেসে রয়েছে ৩০০ এমএএইচ ব্যাটারি।
- দুটো ডিভাইসে একই সময়ে পেয়ারিং করা যাবে এই ইয়ারবাডস।
Oppo Reno 8T: ওপ্পো সংস্থা ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। সম্প্রতি লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ৮টি ৫জি (Oppo Reno 8T 5G) ফোন। ওপ্পোর এই নতুন স্মার্টফোনে রয়েছে একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং কার্ভড ডিসপ্লে। সানরাইজ গোল্ড এবং মিডনাইট ব্ল্যাক- এই দুই রঙে ওপ্পো রেনো ৮টি ৫জি ফোন লঞ্চ হয়ছে ভারতে। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ফ্লিপকার্ট এবং ওপ্পোর অফিশিয়াল চ্যানেলগুলি থেকে এই ফোনের জন্য প্রি-বুকিং করা যাচ্ছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই ফোনের বিক্রি শুরু হবে।
Vivo Y100: ভিভো ওয়াই১০০ (Vivo Y100) ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসের শেষভাগে বা আগামী মাসে। ভিভো ওয়াই১০০ ফোনে থাকতে পারে কালার চেঞ্জিং রেয়ার প্যানেল। ভিভো ওয়াই১০০ ফোনে দুটো কালার চেঞ্জিং অপশনে রেয়ার প্যানেল থাকতে পারে- কালো এবং সোনালি। সম্ভবত এই ফোনই প্রথম ভিভো ফোন হতে চলেছে যেখানে রেয়ার প্যানেলে দুটো কালার চেঞ্জিং অপশন থাকতে পারে।