Oppo foldable phone: স্যামসাঙের সঙ্গে হবে টক্কর, Find N ফোল্ড ফোন আনছে Oppo
Oppo Foldable Phone Update: শোনা যাচ্ছে, 2K রেজলিউশন থাকবে এই ফোনে। ভাঁজ খুললেই ৮ ইঞ্চি ট্যাবলেটের সাইজ নেবে এই ফোন। ওপ্পোর এই ফোল্ডেবল স্মার্টফোনে অ্যামোলেড ডিসপ্লে থাকবে।
Oppo Foldable Phone : আর কোনও জল্পনা রইল না। Oppo হাত ধরে আসছে Find N Foldable Phone। চিনে Oppo Inno Day-র দ্বিতীয় দিনে দেখানো হয়েছে এই ফোন। টেক ব্লগারদের মতে, স্যামসাঙের (Samsung Smart Phones) ভাঁজ করা ফোনকে কড়া টক্কর দেবে এই ফোন।
কোম্পানির তরফে দাবি করা হয়েছে, ফোনে Flexion Hinge দেওয়া হয়েছে। যা দুদিক থেকে বন্ধ হলেও ডিসপ্লের ওপর কোনও দাগ দেখাবে না। যা অন্যান্য ফোল্ডেবল ফোনের থেকে আলাদা করবে oppo find n- কে। Samsung Galaxy Z Fold 3 -র সঙ্গে হবে এই ফোনের কড়া প্রতিযোগিতা। শীঘ্রই চিনের বাজারে লঞ্চ হতে চলেছে ওপ্পোর(Oppo)এই নতুন ফোন। সম্প্রতি নতুন ফোনের বিষয়ে বেশ কয়েকটি গোপন তথ্য ফাঁস করেছে টিপস্টাররা।
Oppo Foldable Phone Price : Oppo Find N -এর দাম রাখা হয়েছে CNY 7,699 (ভারতীয় মুদ্রায় প্রায় Rs. 92,100) টাকা। ফোল্ডেবল ফোনের 8GB RAM + 256GB storage variant-এর দাম হবে এরকম। ইতিমধ্যেই চিনে ফোনের প্রি বুকিং শুরু হয়েছে। বুধবার ১৫ডিসেম্বর থেকেই শুরু হয়েছে এই কাজ। ফোন বাজারে আসবে ২৩ ডিসেম্বর।
Oppo Foldable Phone: ফোনের বিভিন্ন ছবি সামনে এলেও ফোল্ডেবল ফোনের খবর নিশ্চিত করেনি ওপ্পো(Oppo)। তবে শোনা যাচ্ছে, নতুন বছর শুরু হওয়ার আগেই প্রকাশ্যে আসতে চলেছে এই ফোন। টিপস্টাররা ইতিমধ্যেই ফোনের স্পেসিফিকেশনের বিষয় সামনে এনেছে।
Oppo Foldable Phone Leaks: সম্প্রতি Myfixguide ওপ্পোর ফোন নিয়ে একটি রিপোর্ট সামনে এনেছে। যেখানে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর এই ফোন লঞ্চ হতে পারে। ফোল্ডেবল এই ফোনকে ছাড়পত্র দিয়েছে MIIT। পরীক্ষামূলকভাবে PEUM00 নাম দিয়ে ফোনের টেস্টিং হচ্ছে। সব ঠিকঠাক চললে Oppo Find N নামে এই ভাঁজ-করা স্মার্ট ফোন বাজারে আনবে কোম্পানি।