(Source: ECI/ABP News/ABP Majha)
Oppo K10, Enco Air 2 এল ভারতে, জেনে নিন ডিভাইসের স্পেকস ও দাম
Oppo-র এই ফোনে দেওয়া হয়েছে 6.59 ইঞ্চি ডিসপ্লে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। এতে প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের।
Oppo Smartphones: ভারতে তাদের নতুন স্মার্টফোন K10 লঞ্চ করল Oppo। এতে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর দিয়েছে কোম্পানি। ফোনের 2টি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে ভারতে। এই স্মার্টফোনটির ব্ল্যাক কার্বন ও ব্লু ফ্লেম রঙের মডেল বাজারে আনা হচ্ছে। আগামী ২৯ মার্চ থেকে Flipkart ও Oppo-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে এই ফোন।
Oppo K10: কী আছে ফোনে ?
Oppo-র এই ফোনে দেওয়া হয়েছে 6.59 ইঞ্চি ডিসপ্লে। এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। এতে প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের। আর ২টি ক্যামেরা রয়েছে ২ মেগাপিক্সেলের। কোম্পানির তরফে জানানো হয়েছে, কম আলোতে ফটোগ্রাফির জন্য নাইটস্কেপ মোডও রয়েছে ফোনে। পাশাপাশি ভিডিও কলিং ও সেলফির জন্য ফোনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়েছে কোম্পানি।
Oppo Smartphones: ফোনের স্পেকস ও ফিচার
কোম্পানি এই ফোনের 2টি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। 6 জিবি র্যামের সাথে দেওয়া হয়েছে 128 জিবির ইন্টারনাল মেমরি। দ্বিতীয় ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে 8 GB RAM এর সঙ্গে 128 GB ইন্টারনাল মেমরি। এ ছাড়াও মাইক্রোএসডি কার্ড দিয়ে ফোনে ইন্টারনাল মেমরি বাড়ানো যাবে। ফোনে পাওয়ারের জন্য এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 33W সুপারউক চার্জিং সাপোর্ট করে।
Oppo Enco Air: অন্যদের থেকে কোথায় আলাদা ?
Oppo K10-এর সঙ্গেই বাজারে আনা হয়েছে Oppo Enco Air। ব্লুটুথ 5.2 সাপোর্ট করে এই ইয়ারবাডসগুলি। পাশাপাশি একটি 27mAh ব্যাটারি রয়েছে এই গ্যাজেটে। এই ইয়ারবাডসের সঙ্গে পাবেন চার্জিং কেস ও 440mAh-এর ব্যাটারি। কোম্পানির দাবি, এই ইয়ারবাডসগুলি 24 ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক দিতে সক্ষম। এগুলিকে একটি ইউএসবি টাইপ সি চার্জার দিয়ে চার্জ করা যেতে পারে। কোম্পানির তরফে জানানো হয়েছে, ইয়ারবাডসগুলি চার্জ হতে দেড় ঘণ্টা সময় নেয়। যেখানে চার্জিং কেসে 2 ঘণ্টায় সম্পূর্ণ চার্জ করা যায়। Oppo Enco Air-এর দাম 2499 টাকা। এগুলো ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
মূল্য এবং অফার
দামের কথা বললে ফোনের 6GB RAM ভ্যারিয়েন্টের দাম 14,999 টাকা রাখা হয়েছে। একই সময়ে এর 8 GB RAM ভ্যারিয়েন্টের 16990 টাকা দাম রেখেছে কোম্পানি। SBI কার্ড দিয়ে এটি কিনলে 2000 টাকার তাত্ক্ষণিক ছাড় দেওয়া হচ্ছে। ব্যাঙ্ক অফ বরোদা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটার উপর পাবেন 1000 টাকা ছাড়৷