Oppo Phones: ফোনেই রয়েছে ফ্যান, হাজার গেম খেললেও গরম হবে না ডিভাইস, ভারতে হাজির ওপ্পো কে১৩ টার্বো সিরিজ
Oppo K13 Turbo Series: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো কে১৩ টার্বো এবং ওপ্পো কে১৩ টার্বো প্রো - এই দুই ফোন।

Oppo Phones: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো কে১৩ টার্বো (Oppo K13 Turbo) এবং ওপ্পো কে১৩ টার্বো প্রো (Oppo K13 Turbo Pro) - এই দুই ফোন। ওপ্পো সংস্থার কে সিরিজের এই দুই টার্বো মডেলেই রয়েছে শক্তিশালী ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও রয়েছে ভেপার চেম্বার কুলিং ইউনিট যার আয়তন ৭০০০ স্কোয়ার মিলিমিটার। এই স্মার্টফোনের মধ্যে রয়েছে ইনবিল্ট ফ্যান। এছাড়াও রয়েছে এয়ার ডাক্ট যা সক্রিয় কুলিংয়ের কাজে সাহায্য করবে।
অ্যাক্টিভ কুলিংয়ের এইসব ফিচার ছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। চিনে আগেই লঞ্চ হতে এই ফোনগুলি। এবার আসছে ভারতে। ওপ্পো কে১৩ টার্বো সিরিজের এই দুই ফোন ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। তিন তিনটি ওয়াটার রেজিসট্যান্ট রেটিং রয়েছে এই ফোনে। অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না ওপ্পো কে১৩ টার্বো এবং ওপ্পো কে১৩ টার্বো প্রো- এই দুই ফোন। ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে ওপ্পো সংস্থার এই দুই ফোনে।
ওপ্পো কে ১৩ টার্বো এবং ওপ্পো কে১৩ টার্বো প্রো - এই দুই ফোনের দাম কত
ওপ্পো কে১৩ টার্বো ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। তিন রঙে এই ফোন লঞ্চ হয়েছে দেশে। কেনা যাবে ১৮ অগস্ট থেকে।
ওপ্পো কে১৩ টার্বো প্রো ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৯,৯৯৯ টাকা। এই ফোনও তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে এবং কেনা যাবে ১৫ অগস্ট থেকে।
অনলাইনে ওপ্পো কে১৩ টার্বো সিরিজের এই দুই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকারর, ওপ্পো ইন্ডিয়ার ই-স্টোর থেকে। এছাড়াও এই দুই ফোন পাওয়া যাবে অফলাইনে নির্দিষ্ট কিছু রিটেল স্টোরেও। ক্রেতাদের জন্য ৩০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট থাকতে চলেছে নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে। ৯ মাসের জন্য নো-কস্ট ইএমআই অপশনও থাকছে ক্রেতাদের জন্য। ফোনের এক্সটার্নাল কুলিংয়ের জন্য ওপ্পো একটি টার্বো ব্যাক স্লিপ লঞ্চ করেছে যার দাম ৩৯৯৯ টাকা।






















